প্রত্যেক বন্ধু সেরা

সভা শেষে ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘বন্ধুসভার বন্ধুরা সব সময় অন্যের কল্যাণে কাজ করে। ব্যতিক্রমী কাজের মাধ্যমে তারা নিজেদের জায়গা দেশের মধ্যে অনন্যভাবে তুলে ধরবে, এই আমার প্রত্যাশা।’ ঠাকুরগাঁও বন্ধুসভার ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহমান খান।

৯ জানুয়ারি বিকেলে জেলা শহরের টাউন ক্লাবের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরগাঁও বন্ধুসভা। পাশাপাশি ২০২৩ সালে যে বন্ধুরা অধিক সক্রিয় ছিলেন, তাঁদের মধ্য থেকে দুজনকে সেরা ঘোষণা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তাঁরা হলেন নুসরাত জাহান ও রাদ শাহামাদ। এ ছাড়া সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন লায়লা ফেরদৌস।

সভায় সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন বন্ধুদের পাঠচক্র নিয়মিত পরিচালনা করার প্রতি জোর দেন। বন্ধুসভার যেকোনো কর্মসূচিতে সক্রিয়ভাবে সবার অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।

সহসভাপতি লায়লা ফেরদৌস নতুন বন্ধুদের উদ্দেশে বলেন, ‘আমরা বন্ধুদের উৎসাহ, উদ্দীপনা ও কাজের প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর সেরা বন্ধু নির্বাচন ও স্মারক প্রদান করি। আমরা বিশ্বাস করি, প্রত্যেক বন্ধু সেরা। সবাই তাঁদের সেরা সময়টুকু এখানে কাটাবে এবং প্রদান করবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শিহাব, দপ্তর সম্পাদক রাবেয়া আপেল, নাফিয়া আক্তার, অপূর্ব রায়, নাসির উদ্দিন, সারোয়ার কবির, সুপ্তি ও অন্য বন্ধুরা। পরে চা–চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা