দৃষ্টিপ্রতিবন্ধী ১০ শিক্ষার্থীকে সাদাছড়ি উপহার

দৃষ্টিপ্রতিবন্ধী ১০ শিক্ষার্থীকে এ উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে ৩ নভেম্বর আদিতমারীর সাপ্টিবাড়ি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতাধীন দৃষ্টিপ্রতিবন্ধী ১০ শিক্ষার্থীকে একটি করে সাদাছড়ি উপহার দিয়েছে লালমনিরহাট বন্ধুসভা।

শিক্ষার্থীরা হলো সাপ্টিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির আবদুর রউফ, আহনাফ আনজুম, সিফাত হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান, ফরিদুল ইসলাম, পঞ্চম শ্রেণির ফোরকান আলী, সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির সূর্য ইসলাম, তাজু ইসলাম, দশম শ্রেণির লিমন মিয়া ও মোস্তফা কামাল।

সাদাছড়ি হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

সাপ্টিবাড়ি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক এরশাদ আলী বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ১০ শিক্ষার্থীকে লালমনিরহাট বন্ধুসভার পক্ষ থেকে ১০টি সাদাছড়ি উপহার দেওয়া হয়েছে। এটি একটি অনুকরণীয় ভালো কাজ।’ একই রকম কথা বলেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায় এবং কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো প্রতিনিধি আবদুর রব, সভাপতি শেখ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু সায়েদ বাঁধন ও দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রণি কোরাইশিসহ অন্য বন্ধুরা।