বিধবার কর্মসংস্থান করে দিল ঝিনাইদহ বন্ধুসভা

বন্ধুদের উপহার দেওয়া সেলাই মেশিনে কাজ করছেন নুর নাহার বেগম
ছবি: বন্ধুসভা

ঝিনাইদহ শহরের পাগলাকানাই থেকে সাত কিলোমিটার দূরে প্রত্যন্ত একটা গ্রাম ডেফলবাড়িয়া। এ গ্রামেই টিনের জীর্ণশীর্ণ দোচলা ঘরে এক ছেলে ও ছোট্ট এক মেয়ে নিয়ে বসবাস নুর নাহার বেগমের। স্বামী যখন মারা যান, তখন ছেলে তিতুমীর পঞ্চম শ্রেণিতে পড়ে, আর মেয়ে অন্তর কেবল বসতে শিখেছে। এর পর থেকে অর্থাভাবে চরম দুঃখের জীবন শুরু হয় তাঁর।

মোটামুটি লেখাপড়া জানায় শুরুর দিকে শিক্ষক হিসেবে কাজ করেছেন কিন্ডারগার্টেন ও ব্র্যাক প্রি–প্রাইমারি স্কুলে। কিন্তু সন্তানদের বড় করতে গিয়ে শিক্ষকতা বেশি দিন করতে পারেননি। একপর্যায়ে চাকরি হারাতে হয়। পরে জীবন চালাতে অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ নেন; কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবেও কাজ করেছেন। বর্তমানে স্বামীর রেখে যাওয়া ছোট একটি জমিতে ধান চাষ করে কোনোরকমে দিন অতিবাহিত হচ্ছে তাঁদের।

প্রথমা টেইলার্স
ছবি: বন্ধুসভা

২৮ অক্টোবর নুর নাহার বেগমের বাড়িতে যান ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা। উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে খোঁজখবর নিয়ে লড়াকু এই নারীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ঝিনাইদহ বন্ধুসভা। কথাবার্তার এক পর্যায়ে নিজের সংগ্রামী জীবনের গল্প বলতে শুরু করেন তিনি।

নানা চড়াই–উতরাই পার হতে গিয়ে নুর নাহার কখনোই কারও কাছে হাত পাতেননি। দীর্ঘ ১২ বছর ধরে জীবনের সঙ্গে সংগ্রাম করছেন। ছেলে এখন ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। জীবনযুদ্ধে সংগ্রাম করতে করতে নুর নাহার বেগম আজ ক্লান্ত। জানান, শরীরে এখন আর শক্তি নেই। বাইরে কাজ করতে যাওয়া হয় না। কয়েক মাস আগে যক্ষ্মা ধরা পড়ে, তারপর ডায়াবেটিস। বাড়িতে বসে সুই–সুতা দিয়ে কিছু সেলাইয়ের কাজ করেন। পেট তো চালাতে হবে!

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে নুর নাহার বেগমকে মেশিন, কিছু কাপড় ও আনুষঙ্গিক জিনিসপত্র দিয়েছে ঝিনাইদহ বন্ধুসভা। পাশাপাশি এর মাধ্যমে তিনি যাতে নিয়মিত উপার্জন করতে পারেন, সে জন্য ‘প্রথমা টেইলার্স’ নামে বাড়ির পাশে একটি দোকানও করে দেওয়া হয়েছে। বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টারা নিজেদের অর্থায়নে এ কাজ করেন।

প্রথমা টেইলার্সের সামনে ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মাসুম, সাজিদ, মাহমুদ, আকিমুল ইসলাম, শাফিউল, জিসান, কাজী জান্নাতুল ও তুষানা ইমরানদের একটি দল ডেফলবাড়িয়া গ্রামে সহায়তা নিয়ে গেলে নুর নাহার বেগমের খুশিতে চোখে জল চলে আসে। এ কান্না বেঁচে থাকতে পারার আশা সঞ্চয় হওয়ার আনন্দ। উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, ঝিনাইদহ বন্ধুসভা সব সময় সামাজিক দায়বদ্ধতামূলক মানবিক কাজ করে থাকে। আজকের এ উদ্যোগ সেটারই প্রতিফলন।

প্রথমা টেইলার্স নামকরণ প্রসঙ্গে সভাপতি আবু রেজা ইমরান তাঁর বক্তব্যে বলেন, ‘প্রথমা শব্দের অর্থ দেবীশক্তি। অন্য ক্ষেত্রে আমরা বলতে পারি, সংগ্রামী নারী। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যে মানুষের নাম প্রথমা হয়, সে সাধারণত প্রকৃতির কাছের মানুষ হয়। এ কারণে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এ নামকরণ করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল আলম, শাহিনুর আলম, সহসভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কাজী শাহেদ, সহসাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, প্রচার সম্পাদক জিসান আহাম্মদ, ম্যাগাজিন সম্পাদক সাব্বির রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুমাইয়া খাতুন প্রমুখ।

সাধারণ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা