ছিন্নমূল শিশুদের জীবনের প্রতিটি দিনই সংগ্রামের মধ্য দিয়ে কাটে। বাস করে বস্তিতে কিংবা ফুটপাতে। অনেকে আবার পরিবার থেকে বিচ্ছিন্ন। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা—জীবনের মৌলিক চাহিদাগুলো পাওয়া যেন তাদের কাছে বিলাসিতা। পুষ্টিকর খাবার ও নিরাপদ আশ্রয়ের জন্য জন্মের পর থেকে সংগ্রাম চলতে থাকে।
এমন শিশুদের সঙ্গে একটি দিন আনন্দ উৎসবে কাটিয়েছেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। ৮ নভেম্বর ‘পথ শিশুদের সঙ্গে একদিন’ শিরোনামে চট্টগ্রামের খুলশী এলাকায় এ আয়োজন করা হয়।
বন্ধুরা শিশুদের সঙ্গে গল্প করেন, তাদের জীবনের লক্ষ্য জানতে চায়। পাঁচ বছর বয়সী ফাহিম জানায়, বড় হয়ে সে আর্মি অফিসার হবে। আরেকজন জানায়, সে শিক্ষক হতে চায়।
বন্ধু ফয়সাল শিশুদের কয়েকটি জাদু দেখান। সবাই অবাক দৃষ্টিতে জাদু উপভোগ করে। শেষে উপহার হিসেবে তাদের দেওয়া হয় একটি করে কিশোর আলো ম্যাগাজিন। কেক কেটে দিনটিকে আরও আনন্দময় করে তোলা হয়।
অনুভূতি জানিয়ে এক শিশু বলে, ‘আমাদের সঙ্গে এভাবে কেউ গল্প করতে আসে না। আমরা আজ খুবই খুশি।’ এমন উদ্যোগের জন্য চট্টগ্রাম বন্ধুসভাকে ধন্যবাদ জানান স্থানীয় এলাকাবাসী।
শিশুদের উদ্দেশে সভাপতি ইব্রাহিম তানভীর বলেন, ‘তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরাও খুবই আনন্দিত। তোমাদের এই হাস্যোজ্জ্বল মুখ আমাদের অনুপ্রেরণা দেয়।’
বন্ধু চিশতি বাচ্চাদেরকে সব সময় স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দেন। আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন বন্ধু মাসুদ ও আলিফ।
বইমেলা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা