পার্বতীপুরে বন্ধুদের গাছের চারা রোপণ ও বিতরণ

গাছের চারা হাতে পার্বতীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ৩ আগস্ট বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে পার্বতীপুর বন্ধুসভা। এদিন পার্বতীপুর পাবলিক উচ্চবিদ্যালয়সহ উপজেলা শহরের বড় কালী মাতা মন্দির ও মসজিদের সামনে পুকুর পাড়ে এক শর অধিক গাছের চারা রোপণ ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা।

বৃক্ষরোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

রোপণ করা গাছের মধ্যে রয়েছে পেয়ারা, কাঁঠাল, জলপাই, লেবু, মেহগনি, নারকেল, আকাশমণি ইত্যাদি। বেলা তিনটার দিকে পাবলিক উচ্চবিদ্যালয়ে কাঁঠাল, মেহগনি, পেয়ারা গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর বন্ধুসভার সভাপতি মাহাফুজুল ইসলাম।

পার্বতীপুর বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সদীপ্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সায়লা আক্তার, দপ্তর সম্পাদক মনিশা রানী দাস, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া জামান, প্রশিক্ষণ সম্পাদক আল মুসতাহিদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ওয়াসিফ বাসির, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ হোসেন, ম্যাগাজিন সম্পাদক ইমরুল হাসান, কার্যনির্বাহী সদস্য অর্পিতা দাশ, নুসরাত জাহান রিয়া, নুসরাত জাহান সুইটিসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা