বঙ্গবন্ধু ও বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা

কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ
ছবি: বন্ধুসভা

‘অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার এবং নিজেদের মানবাধিকার, রাজনৈতিক অধিকার, সমাজ ও জাতীয় জীবনে সচেতন হতে হলে আমাদের জাতির জনকের জীবনাদর্শ, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে তরুণ প্রজন্মকে কাঁধে কাঁধ মিলিয়ে দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। এটাই হোক আমাদের অঙ্গীকার,’ বলছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান পল্লব।

পুরস্কার বিতরণ পর্ব
ছবি: বন্ধুসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৩ আগস্ট ময়মনসিংহের ত্রিশালের দুখু মিয়া বিদ্যানিকেতনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা-২০২৩’ শিরোনামে এটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাকে মোট দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘খ’ ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণি। প্রায় ১২০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে উভয় ক্যাটাগরিতেই প্রথম ৫ জনকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং সেরা ৩ জনকে সার্টিফিকেটসহ ক্রেস্ট প্রদান করা হয়।

কুইজ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন দুখু মিয়া বিদ্যানিকেতনের শিক্ষকমণ্ডলী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক তকীব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়া শারমিলা, সামিউল ইসলাম, কাওসার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান, দপ্তর সম্পাদক হিমিকা আজিজ, অর্থ সম্পাদক সুমন আহমেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যকরী সদস্য মাসুম, তানজিনা ইসলামসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা