চল যাই আনন্দ ভ্রমণে, শহরের এই ব্যস্ততা ছেড়ে

ফেনী বন্ধুসভার আনন্দ ভ্রমণছবি: বন্ধুসভা

গত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সকালের স্নিগ্ধ আলোয় ফেনী শহরের অদূরে গ্রামীণ পরিবেশে নিহাল পল্লী কাবাব পার্ক ও বিনোদনকেন্দ্র যেন আমাদের স্বাগত জানাল। প্রকৃতির মোহনীয় সৌন্দর্যে মোড়া এ স্থান হয়ে উঠল এক দিনের জন্য ফেনী বন্ধুসভার প্রাণবন্ত আড্ডার ঠিকানা। বন্ধুদের আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসার এক নতুন অধ্যায় লেখা হলো সেখানে।

‘চল যাই আনন্দ ভ্রমণে, শহরের এই ব্যস্ততা ছেড়ে’ স্লোগানে সকাল ১০টায় শহরের মিজান রোড থেকে বাস ছাড়ার পূর্বমুহূর্তে আনন্দ ভ্রমণ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। এরপরই গন্তব্যের উদ্দেশে বাস ছেড়ে যায়।

বন্ধুদের আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসার এক নতুন অধ্যায়
ছবি: বন্ধুসভা

বেলা ১১টায় নিহাল পল্লীতে পৌঁছান বন্ধুরা। পল্লীর নয়নাভিরাম দৃশ্য দেখে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। শুরু হয় ছবি তোলার পালা। দলে দলে বিভক্ত হয়ে পার্কের বিভিন্ন অংশে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন বন্ধুরা।

কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক পর্ব। দেশাত্মবোধক গান, আধুনিক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বন্ধুরা। ফাঁকে ফাঁকে চলে বন্ধু ও অতিথিদের সংক্ষিপ্ত বক্তৃতা পর্ব। ক্ষণে ক্ষণে হাসি, উচ্ছ্বাস আমাদের হৃদয়ে গেঁথে রইল অবিস্মরণীয় স্মৃতি হয়ে।

ফেনী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শেষে ছিল গ্রামীণ খেলাধুলা ও র‍্যাফেল ড্র। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বন্ধুদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, ‘প্রথম আলো যেভাবে দেশ-বিদেশের সব বস্তুনিষ্ঠ সত্য খবর তুলে ধরে, অন্যগুলোয় এত সুন্দরভাবে বস্তুনিষ্ঠ সত্য খবর পাওয়া যায় না। প্রথম আলো নিয়ে আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আমাদের এগুলো উপেক্ষা করে সুসংগঠিত থাকতে হবে।’

সভাপতি জান্নাত আক্তার ও সাধারণ সম্পাদক লোকমান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা আবুল খায়ের, সাংবাদিক নজির আহমদ, আমজাদ হোসেন, শাহজালার ভূঁইয়া, নিহাল পল্লীর দুই পরিচালক নিজাম উদ্দিন ও আবদুল করিম, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি কাজী ইকবাল আহাম্মদ, বিজয় নাথ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, মনিকা রায়, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহসাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঞাঁ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মনিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় নাথ, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক অনামিকা আফরিন, বন্ধু মাহানা আফরিন, ফারজানা আক্তার, সাবিহা নওশীন, ফারজানা জেরিন, তানজিদা জাহান, জাইমা ইসলাম, আল আমিন, আল জুবায়েদ, সিফাত, তৌহিদুল ইসলাম, দেবাশীষ রায়, অবন্তি নাথ, সালেহা, জিদনী প্রমুখ।

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা