ডিআইইউ বন্ধুসভার ‘সাংগঠনিক শিষ্টাচার’ কর্মশালা

‘সাংগঠনিক শিষ্টাচার’ শিরোনামে কর্মশালার আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভাছবি: বন্ধুসভা

নবীন কিংবা প্রবীণ, প্রথম আলো বন্ধুসভা প্রতিটি প্রাণের হৃৎস্পন্দনে এক অনন্য আলোড়ন সৃষ্টি করেছে। সৃষ্টি করে বন্ধুত্বের সম্পর্ক, গড়ে তোলে ভ্রাতৃত্বের বন্ধন। বর্তমানে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে উদ্দীপনা ও সাড়া জাগানো সবচেয়ে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনটির নাম বন্ধুসভা।

সংগঠনে বন্ধুদের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ‘সাংগঠনিক শিষ্টাচার’ শিরোনামে কর্মশালার আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা। ৩১ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভবনের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক খালিদ হাসান। এরপর অতিথি ও উপদেষ্টারা কার্যনির্বাহী কমিটির সবাইকে বন্ধুসভার ব্যাজ পরিয়ে দেন।

কর্মশালা শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ টি এম মাহবুবুর রহমান বলেন, ‘আজকে আয়োজিত এই কর্মশালা সংগঠনটির বন্ধুদের জন্য একটি শিক্ষণীয় সেশন হতে যাচ্ছে। ডিআইইউ বন্ধুসভা ক্রমান্বয়ে এমন আরও অনেক ভালো ভালো কাজ করবে বলে আশা করি।’

বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘ইউনিভার্সিটির পড়াশোনা ৪০% এবং এক্সট্রা কারিকুলাম ৬০%। যেহেতু ইউনিভার্সিটি মানেই ইউনিভার্স, সেহেতু এখানে পড়তে এসে শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সাংগঠনিক জ্ঞানার্জনও করতে হবে। প্রথম আলো বন্ধুসভা শিক্ষার্থীবান্ধব একটি সংগঠন।’

কর্মশালায় আরও বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক তাহজীব উল ইসলাম, ডিআইইউ বন্ধুসভার উপদেষ্টা সামসুদ্দোহা ও নরসিংদী বন্ধুসভার সহসভাপতি এনামুল হক।

কর্মশালার শেষ দিকে কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ উপদেষ্টাদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। সবশেষে সভাপতি আবদুল মুনয়িম সরকারের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা হয়।

ম্যাগাজিনবিষয়ক সম্পাদক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা