‘মুক্তিযুদ্ধের স্মৃতি জাগিয়ে রাখতে বন্ধুসভা অন্যতম ভূমিকা পালন করছে’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আলোচনা সভা ‘মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় তারুণ্য’ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত হলো ‘মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় তারুণ্য’ শিরোনামে আলোচনা সভা। ২৬ মার্চ বেলা তিনটায় অনলাইন জুম অ্যাপে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন সারা দেশের বিভিন্ন বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদকেরা।

জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচক হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আলোচনা সভা ‘মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় তারুণ্য’

শুরুতেই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। তারও আগে ৭ মার্চে “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” ঘোষণা দেন। এরপরও আলোচনা হচ্ছিল। এ সময় বঙ্গবন্ধু তাজউদ্দীন আহমদকে ঢাকায় ভারতীয় দূতাবাসে পাঠিয়েছিলেন যে আমরা যদি স্বাধীনতা ঘোষণা করি তাহলে তারা কীভাবে সাহায্য করতে পারে। আর আমেরিকানদের কাছে তিনি বলেছিলেন, স্বাধীনতা ঘোষণা করতে চান। আমেরিকানদের উচিত পক্ষে থাকা। কিন্তু আলোচনা ভেস্তে যায়। ২৫ মার্চ ইয়াহিয়া খান পালিয়ে চলে যান। এমন একটা পরিস্থিতিতে বঙ্গবন্ধু ওয়ারলেসে স্বাধীনতার ঘোষণা দেন।’

আয়োজনের সফলতা কামনা করে আনিসুল হক বলেন, ‘আমরা অনেক রক্তের দামে এ স্বাধীনতা পেয়েছি। বীরের রক্তের স্রোত, মায়ের অশ্রুধারা, তার যত মূল্য, সেকি ধরার ধুলায় হবে হারা! তা ঘটতে দেওয়া যাবে না। আমাদের শহীদদের রক্তদান, আত্মত্যাগ, আমাদের লাখ লাখ মানুষের এই আত্মত্যাগ, আমাদের পূর্বপুরুষেরা যে দেশ দিয়ে গিয়েছেন; তা গড়তে হবে। আমরা প্রথম আলো বন্ধুসভা এই বাংলাদেশ গড়তে চাই। তার জন্য সবার আগে নিজেকে গড়তে হবে।’

মুখ্য আলোচনায় মফিদুল হক এমন আয়োজনের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় তরুণদের উদ্বুদ্ধ করবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আলোচনা সভা ‘মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় তারুণ্য’

তিনি বলেন, ‘আজকে এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। তরুণদের সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারা আমার সব সময়ের ভালো লাগার কাজ। শুনছিলাম সবার বক্তব্য। মনে হয়েছে এটা একটা বড় সুযোগ যে তরুণেরা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবছেন; শুধু ভাবনা নয়, সেই ভাবনাকে কাজে ও উদ্যোগে পরিণত করার প্রয়াস—এসব আজকে আমার জন্য উদ্দীপনার কারণ হয়েছে।’

সারা দেশের বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদকদের উদ্দেশে মফিদুল হক বলেন, ‘আজকে এখানে যাঁরা যুক্ত হয়েছেন, তাঁরা মুক্তিযুদ্ধের অনেক অনেক পরে জন্মগ্রহণ করেছেন। আমরা দেখছি, যত সময় যাচ্ছে, মুক্তিযুদ্ধের সময়কাল তত পরিণত হচ্ছে। যাঁদের আত্মদান ও ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধ এসেছে, তাঁদেরকে স্মরণ ও তাঁদের নিয়ে উদ্যোগ গ্রহণ করা আজকের তরুণদের অন্যতম দায়িত্ব। পৃথিবীর বুকে, বহু দেশ একসময় ছিল উপনিবেশে পদানত। সেখান থেকে তারা জাতীয় আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জনের পরও আবার পরাধীনও হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন তা চিরস্থায়ী। সেই জায়গায়, মুক্তিযুদ্ধের স্মৃতি জাগিয়ে রাখতে বন্ধুসভা অন্যতম ভূমিকা পালন করছে।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আলোচনা সভা ‘মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় তারুণ্য’

এ সময় তিনি মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় বন্ধুসভা ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ উদ্যোগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে কোন ধরনের উদ্যোগ ও কাজ করা যায়; তা বন্ধুসভা যাচাই করে দেখে আমাদেরকে জানাতে পারে। আমরা একত্রে কাজ করতে পারি।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল সারা দেশের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদকদের সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় করণীয় ও আমাদের দায়িত্ব বিষয়ে সাংগঠনিক আলোচনা। দ্বিতীয় পর্ব ছিল মুক্তিযুদ্ধের আদর্শচর্চায় তারুণ্য বিষয়ে আলোচনা।

জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাইফুল্লাহ সাদেকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা। তাঁরা মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদকদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ