সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। কিন্তু এই উৎসব সব সময় সবার জন্য আনন্দময় হয় না। আমাদের চারপাশে অনেক অসচ্ছল পরিবার আছে, যাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা।
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এমন ৩০টি অসচ্ছল পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী এবং ৩০ শিশুকে নতুন রঙিন জামা উপহার দিয়েছে এডাস্ট বন্ধুসভা।
এ সময় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নূর নবী রাজ, এডাস্ট বন্ধুসভার উপদেষ্টা সারোয়ার হোসাইন ইসলাম, কেয়া বুস, ওয়াহিদুল ইসলাম, জুবায়ের আহমেদ, সভাপতি অঙ্কন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সাকিব নূর, অর্থসম্পাদক কামরুন নাহার, প্রচার সম্পাদক তরিকুল সানিসহ অন্য বন্ধুরা।