ফরিদপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

ফরিদপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

‘মাদক নয়, মাঠ হোক তারুণ্যের নেশা’ প্রতিপাদ্যে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করছে ফরিদপুর বন্ধুসভা। এ উপলক্ষে ২৩ মে বিকেলে স্থানীয় দৈনিক ভোরের রানার কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সহসভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘মাদক নয়, মাঠ হোক তারুণ্যের নেশা। মাদকের ভয়াল থাবায় আজ তরুণ সমাজ জর্জরিত। দেশের তরুণ সমাজের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে বিপথগামী। মাদকের কারণে অনেক পরিবার আজ ধ্বংসের পথে। এ সর্বগ্রাসী নেশা থেকে তরুণ সমাজকে মুক্ত না করতে পারলে আগামী দিনগুলো হবে বিপদাপন্ন।’

সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, ‘মাদকবিরোধী ফুটবল ম্যাচ আয়োজনের পাশাপাশি আমরা রেলস্টেশনসংলগ্ন বস্তি ও বসতিপাড়ায় প্রচারণা চালাব, তুলে ধরব এর ক্ষতিকর দিকগুলো।’

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক সজীব দত্ত বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার আর ক্রীড়ার মাধ্যমে গড়ে উঠুক একটি আলোকিত প্রজন্ম। ফুটবল হোক আমাদের নেশা, মাদক নয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শ্যামল মণ্ডল, বন্ধু প্রণব কুমার বিশ্বাস, প্রান্ত কুমার ঘোষ, শুভ বিশ্বাস, সজীব পাল ও কস্তুরী বালা।

যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা