নবীন বন্ধুদের নিয়ে চড়ুইভাতি ও তাঁদের মধ্যে বই বিতরণ করে বশেমুরবিপ্রবি বন্ধুসভা। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী খান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম ও প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নূতন শেখ।
নবীন বন্ধুরা বলেন, ‘বই মানুষের অনেক কাছের বন্ধু। বই পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন করা সম্ভব। বশেমুরবিপ্রবি বন্ধুসভার পক্ষ থেকে নতুন বই পেয়ে আমরা খুশি।’ এ ধরনের অনুষ্ঠান বেশি বেশি আয়োজন করারও আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি আলাউল হক ও সাধারণ সম্পাদক রাতুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সিনথিয়া সুমি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান সারওয়ার, বইমেলা সম্পাদক আরিফুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক হোসনেআরা খাতুন, প্রচার সম্পাদক শামীম আহামেদসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা