প্রথমার সহযোগিতায় সারা দেশে বইমেলার সুযোগ

নরসিংদীতে বন্ধুসভার দুই দিনব্যাপী জমজমাট বইমেলাফাইল ছবি: বন্ধুসভা

ফেব্রুয়ারি আমাদের মাস, বাংলার মাস, ভাষার মাস। এই ভাষার মাসে রাজধানীতে মাসব্যাপী চলছে অমর একুশে বইমেলা। তবে মূল মেলা রাজধানীকেন্দ্রিক হওয়ায়, সারা দেশের পাঠকেরা অনেক সময়ই সেরা লেখকদের বই কিনে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন।

প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা এই বঞ্চনা কিছুটা হলেও কমাতে পারেন। যেমনটা করছেন সিলেট বন্ধুসভা, ভৈরব ও নওগাঁসহ আরো বেশ কিছু বন্ধুসভা। আপনারা জানেন যে, প্রথম আলোর প্রকাশনা সংস্থা প্রথমা বছরব্যাপী দেশ ও দেশের বাইরের বাংলাভাষী সেরা লেখকদের বই প্রকাশ ও বিক্রয় করে থাকে। যেকোনো বন্ধুসভা চাইলেই প্রথমার সহযোগিতায় দেশের যেকোনো প্রান্তে প্রথমার বইমেলা আয়োজন করতে পারবেন। যেখানে প্রথমা প্রকাশিত হাজারের বেশি নানা ধরনের ও স্বাদের বই প্রদর্শনী ও বিক্রয় করতে পারবেন।

এজন্য কী করতে হবে?
• আপনার বন্ধুসভাসংশ্লিষ্ট প্রথম আলোর প্রতিনিধি/প্রতিবেদকের মাধ্যমে বইমেলা করতে চেয়ে সম্পাদক মতিউর রহমান বরাবর একটি ফরমাল চিঠি পাঠাতে হবে। চিঠিতে বইমেলা কয়দিনব্যাপী ও কোথায় মেলা করতে চান সেটি উল্লেখ করতে হবে।
• স্থানীয় বন্ধুসভা কর্তৃক একটি স্থান বাছাই করতে হবে এবং যেখানে স্টল বানাতে হবে।
• যেখানে অন্য কোনো বইমেলা চলে, সেখানে নিজেরা স্টল না বানিয়ে বন্ধুসভার নামে স্টল বরাদ্দও নেওয়া যায়। তাতে খরচ ও ঝামেলা কমে আসবে। আর যেখানে কোনো বইমেলা চলে না বা হবে না, সেখানে নিজেরাই স্টল বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে এলাকার ব্যস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ কিংবা ব্যস্ত মোড় বা শহীদ মিনার চত্বর বেছে নেওয়া যায়।
• স্টলে বই প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্বেচ্ছাসেবী বন্ধু নিয়োগ দিতে হবে এবং প্রথমদিন মেলাটি এলাকার গুরুত্বপূর্ণ কাউকে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়।
• বইয়ের কোনো প্রেফারেন্স থাকলে সেই তালিকা দিতে হবে। কুরিয়ার থেকে নিজ খরচে বই তুলে নিতে হবে।
• বই যেন না হারায়, সেটি নিশ্চিত করতে হবে এবং বিক্রীত বইয়ের টাকার হিসাব কমিশন কেটে রেখে প্রতিদিন স্থানীয় প্রতিনিধি/প্রতিবেদকের কাছে যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। মেলা শেষে সব টাকা ও অবিক্রীত বই প্রথমার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
• মেলা শুরুর অন্তত ৩–৪ দিন আগে প্রথমার প্রতিনিধিকে মেলার তারিখ, স্থান, যোগাযোগের বিস্তারিত, বইয়ের চাহিদা, স্টলের সম্ভাব্য মাপ অবশ্যই পাঠিয়ে দিতে হবে।

বইমেলা কি শুধু ফেব্রুয়ারি মাসেই করা যাবে?
না, ফেব্রুয়ারি মাসে যারা করতে পারবেন, তারা এগিয়ে যাবেন। তবে বছরজুড়েই এই মেলা করা যাবে। তবে কে কবে, কখন করতে চান, সেটি যত দ্রুত সম্ভব জানালে কাজ করতে সুবিধা হবে এবং তার বন্ধুসভায় মেলা আয়োজনের বেশি সুযোগ তৈরি হবে।

তাহলে আর দেরি কেন? এখনই আলাপ শুরু করুন! দ্রুত বইমেলার আয়োজন করে ফেলুন আপনার বন্ধুসভায়।

স্থানীয় মানুষদের বই পড়ায় উৎসাহিত করতে এবং আপনার বন্ধুসভার বিকাশে চমৎকার এই সুযোগ নিতে যোগাযোগ করুন জাতীয় পর্ষদের সভাপতি, নির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কিংবা বইমেলা সম্পাদকের সঙ্গে।

এ ছাড়া সরাসরি প্রথমার ব্যবস্থাপক জাকির হোসেনের (01955552062) সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমায় যোগাযোগ করলেও জাতীয় পর্ষদকে অবশ্যই জানিয়ে রাখবেন। এক্ষেত্রে বন্ধুসভার মুঠোফোন নম্বর কিংবা অফিসের শাকিব হাসান ও তাহসিন আহমেদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।