নাটোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষার্থীদের মধ্যে নাটোর বন্ধুসভার উদ্যোগে গাছের চারা বিতরণছবি: বন্ধুসভা

নাটোরে ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে প্রথম আলো বন্ধুসভা। বিগত সপ্তাহজুড়ে জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় ও নাটোর বন্ধুসভার নিজস্ব উদ্যোগে দুই ধাপে ১৩০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা।

নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহিম খান বলেন, ‘এই উদ্যোগ প্রশংসনীয়। বাংলাদেশে যে তাপপ্রবাহ আমরা দেখলাম, তা প্রতিরোধে বৃক্ষরোপণের বিকল্প নেই; তা ছাড়া শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দিয়ে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নাটোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

প্রথম আলো নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপণ শহরে আলাদা সাড়া জুগিয়েছে। বন্ধুসভার বন্ধুরা সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করেছে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর বন্ধুসভার সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, সহসভাপতি নাজমুল হাসান, সুমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, শিপন আলী, প্রশিক্ষণ সম্পাদক প্রান্ত মৈত্র, বন্ধু মুনাইজা মুন, পিংকি সরকারসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা