ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ্ আল ফয়সাল। ২০২১ সালে তাঁর শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা বলছেন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে তাঁকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। অপারেশনের জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসার জন্য অন্তত ২৫ লাখ টাকা প্রয়োজন। ফয়সালের পরিবার সর্বসাকল্যে ১০-১৫ লাখ টাকা জোগাড় করতে সক্ষম হয়েছে। অপারেশনের জন্য এখনো বড় অঙ্কের টাকার প্রয়োজন। এমন অবস্থায় বন্ধু ফয়সালের পাশে দাঁড়িয়েছে ড্যাফোডিল বন্ধুসভা।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে বন্ধু ফয়সালের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছে ড্যাফোডিল বন্ধুসভা। ‘ফয়সালের পাশে আমরা’ স্লোগানে ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হয়। বন্ধুরা নিজেরা অর্থ সহায়তা দিয়েছেন। পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিটি বিভাগ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করছেন বন্ধুরা। ইউনিভার্সিটির কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা এতে সাড়া দিচ্ছেন। ৩০ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলে।
ড্যাফোডিল বন্ধুসভার কনভেনার আনোয়ার হাবিব কাজল বলেন, ‘ভালো একটি উদ্যোগ নিয়েছেন বন্ধুরা। প্রতিবছরই এমন মানবিক কাজ হোক এটাই প্রত্যাশা।’
সভাপতি সাব্বির আহমেদ বলেন, ‘বন্ধুসভায় যেমনটা আমরা সবাই বন্ধু, ঠিক তেমনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেক শিক্ষার্থী আমাদের ভাই–বোন। তাঁদের বিপদে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য। সেই কর্তব্যের দিক থেকেই আজ ফয়সালের পাশে আমরা।’
ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ২০২৩ কমিটির সভাপতি নাজমুল অভি, বর্তমান কমিটির সহসভাপতি আদিবা জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মলি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া লিমা, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক ঈশিতা মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক ভূষণ সাহা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ, কার্যনির্বাহী সদস্য মুশফিক জামাল, শেখ আল মুসাভভির, বন্ধু মানিহা হিমু, ইশরাত জাহানসহ অন্য বন্ধুরা।