দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রে নেপোলিয়ান হিলের ‘রোড টু সাকসেস’
দিনাজপুর বন্ধুসভার ধারাবাহিক আয়োজন পাঠচক্র। কিন্তু তরুণ প্রজন্ম এখন পাঠের আসরে খুবই নিরুৎসাহিত। এদের জাগাতে হবে। বই-ই শক্তি, এই সত্য উপলব্ধিটিই আমাদের চেতনাকে জাগ্রত করবে বলে পাঠের আসরে প্রত্যাশা ব্যক্ত করেন সহসভাপতি সুব্রত সরকার।
১০ সেপ্টেম্বর আমেরিকান লেখক নেপোলিয়ান হিলের লেখা ‘রোড টু সাকসেস’ বইটি নিয়ে পাঠের আসর করে দিনাজপুর বন্ধুসভা। প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
বইটি পড়ে জানা যায়, আমেরিকায় জন্মগ্রহণ করা অলিভার নেপোলিয়ন হিল আত্মোন্নয়নধর্মী রচনা লেখকদের মধ্যে প্রথমদিককার একজন। ব্যক্তিগত উন্নয়ন ও সফলতা লাভের বিভিন্ন দিক তুলে এনে বিংশ শতাব্দীর অন্যতম সফল আত্মোন্নয়নমূলক লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে হিলের। ‘রোড টু সাকসেস’ বইটিতে ঠিক তেমনি ব্যক্তিগত উন্নয়ন সাধনের বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রথম আলো দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু বলেন, ‘এটি একটি চমৎকার বই। ব্যক্তিগতভাবে এটি আমার ভীষণ পছন্দের। পাঠচক্রের জন্য বইটিকে নির্বাচন করে খুব ভালো করেছ। বইটিকে আত্মস্থ করো, জীবনে পথ হারাবে না। সবার জন্য শুভকামনা।’
বন্ধুদের উদ্দেশে সভাপতি শুভ রায় বলেন, ‘গল্প-উপন্যাসের বইয়ের পাশাপাশি মাঝেমধ্যেই আমাদের এ রকম আত্মোন্নয়নমূলক বই পড়া দরকার। এতে করে সফলতা লাভের দিকগুলো সহজ হয়ে ওঠে। আমরা মনোবল পাই।’
পাঠচক্র পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ, বন্ধু তাসিন বৃষ্টি, জাহিন নেওয়াজ ও বিধান রায়সহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা