মীর মশাররফ হোসেনের ‘বিষাদ–সিন্ধু’ নিয়ে পাঠচক্র

খুলনা বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ–সিন্ধু’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে খুলনা বন্ধুসভা। ১৬ জানুয়ারি বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী।

উপন্যাসটি কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর নাতি ইমাম হাসান ও হোসেনের সঙ্গে সাহাবি হজরত মাবিয়া (রা.)-এর পুত্র এজিদের দ্বন্দ্ব নিয়ে রচিত। প্রধান চরিত্রগুলো হাসান, হোসেন, জয়নাল আবেদীন, হানিফা, সীমার, এজিদ, মারওয়ান প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা যুথি বলেন, কাহিনি বিনির্মাণে, চরিত্র চিত্রণে, নাটকীয়তা, বিষয় উপযোগী ঝরঝরে গদ্য ভাষা, শিল্পীর জীবনবোধ ও আধুনিক উপন্যাসের লক্ষণ বিচারে ‘বিষাদ–সিন্ধু’ উপন্যাসই।

উপন্যাসটির খুঁটিনাটি বিষয়, সফল উপন্যাস বলা যায় কি না, ঐতিহাসিকভাবে কতটা সত্য ও মীর মশাররফ হোসেনের সাহিত্য নিয়ে আলোচনা করেন সভাপতি কাজী মাসুদুল আলম ও সহসভাপতি অমিত সরদার।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বনানী আফরোজা, সুদীপ কুমার কুন্ডু, সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বণিক, সাংগঠনিক সম্পাদক মো. রহমাতুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মিতা মাহমুদ, অর্থ সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুই আক্তার, সাংস্কৃতিক সম্পাদক গৌতম রায়, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ফারজানা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলফী শাহরিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শেখ সালমান আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকার, ম্যাগাজিন সম্পাদক তুহিন বাওয়ালী, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, আবু বক্কর সিদ্দিক, ফাহাদ আল শান্তসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা