প্রথম আলোর স্বাধীন সাংবাদিকতাকে কোনো বাধাই রুখতে পারেনি

টাঙ্গাইলে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাছবি: বন্ধুসভা

‘প্রথম আলো বলে এসেছে, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো; বলে এসেছে, ভালোর সঙ্গে আলোর পথে; বলে এসেছে, হারবে না বাংলাদেশ। এবারের স্লোগান জেগেছে বাংলাদেশ।’

৯ নভেম্বর টাঙ্গাইলে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রিজু, বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী জিনিয়া বখ্শ, সাংস্কৃতিক কর্মী মীর নাসিমুল ইসলাম, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সদস্যসচিব কবি মাহমুদ কামাল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহসভাপতি বাদল মাহমুদ।

কেক কেটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবি: বন্ধুসভা

বক্তারা বলেন, ‘যে সরকারই থাকুক, সংবাদ প্রকাশ করতে প্রথম আলো সাহসিকতার অনন্য নজির দেখিয়েছে। মামলা, হুমকি, গ্রেপ্তার, বিজ্ঞাপন প্রত্যাহার ও বিধিনিষেধের শৃঙ্খলে বাঁধার চেষ্টা করা হয়েছে প্রথম আলোকে। তবে তাদের স্বাধীন সাংবাদিকতাকে কোনো বাধাই রুখতে পারেনি; বরং রোজিনার মতো সাংবাদিকেরা দুর্নীতির তথ্য বের করে এনেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু পিছু হটেননি। সত্যের পক্ষে লড়াই তাঁকে মানুষের মধ্যে তথ্যের আস্থার প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে।’

আলোচনা পর্ব শেষে কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু নুজহাতিল তাহলীল, নৃত্য পরিবেশন করেন জান্নাতুল মুনতাহা, গান পরিবেশন করেন দীপা সরকার ও লিজু বাউলা। সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি আবু আহমেদ শেরশাহ।

অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক কাউছার আহম্মেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, বন্ধু নুজহাত ই তাহলীল, ফাহিম আহমেদ, আবদুর রহমান, মাকসুদ আল নাজির, আলিফ হাসান, মনসুর হেলালসহ অন্য বন্ধুরা।