মর্মে বাজে আঞ্চলিকতা

মাতৃভাষা নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার অনুষ্ঠান ‘মর্মে বাজে আঞ্চলিকতা’ শেষে বন্ধুরাছবি: বন্ধুসভা

মায়ের যে ভাষা, সেটাই আমাদের মাতৃভাষা। বাংলাদেশের সব মানুষের ভাষা বাংলা হলেও অঞ্চলভেদে রয়েছে বৈচিত্র্য। সিলেটের মানুষ যেভাবে কথা বলে, চট্টগ্রামে গেলে দেখা যায় আরেক রকম। আবার ঢাকা, সিলেট, খুলনা, রংপুর কিংবা নোয়াখালী অঞ্চলের ভাষায়ও রয়েছে ভিন্নতা।

চলছে ভাষা আন্দোলনের মাস। এ উপলক্ষে বাংলা ভাষার আঞ্চলিকতাকে উদ্‌যাপন করতে ১৬ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে মাতৃভাষা নিয়ে অনুষ্ঠান ‘মর্মে বাজে আঞ্চলিকতা’।

সঞ্চালনা করেন সংস্কৃতি সম্পাদক রিমি বিশ্বাস এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান। অনুষ্ঠানজুড়ে বন্ধুরা মেতে ছিলেন আঞ্চলিক ভাষায় নানা ধরনের পরিবেশনায়।

বন্ধু জয় চক্রবর্তীর গিটারের সুরে গলা মিলিয়ে চট্টগ্রামের আঞ্চলিক গান উপভোগ করেন বন্ধুরা। কবিতা আবৃত্তি করেন বন্ধু কামরান চৌধুরী ও জোয়ারিয়া মোস্তফা। চমক ছিল আঞ্চলিক ভাষায় বন্ধুদের উপস্থিত অভিনয়ে। নিজ অঞ্চলের ভাষায় বন্ধুদের অভিনয়প্রতিভা ফুটে উঠেছে এ আয়োজনের মাধ্যমে।

শৈশবের ফেলে আসা দিনগুলো নিয়ে স্মৃতিচারণা করেন বন্ধু জয়শ্রী মজুমদার। বন্ধু নানজিবা মুনজারিন চট্টগ্রাম বন্ধুসভার ভিন্নধর্মী এই আয়োজন উপভোগ করতে পেরে তাঁর অনুভূতি প্রকাশ করেন। সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

‘মর্মে বাজে আঞ্চলিকতা’ অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন রিমি বিশ্বাস ও ইসরাত জাহান।