বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র
‘বন্ধুসভার গঠনতন্ত্র: কাঠামো, প্রয়োগ ও প্রাসঙ্গিকতা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৫ এপ্রিল সন্ধ্যায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্র পরিচালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল–আমিন শেখ। তিনি গঠনতন্ত্রের ধারা–উপধারার বিশ্লেষণ ও বাস্তব প্রয়োগ তুলে ধরেন। অন্য বন্ধুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গঠনমূলক মতামত দেন এবং গঠনতন্ত্রকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার প্রস্তাব উত্থাপন করেন।
আলোচনায় উঠে আসে সংগঠনের ভিত্তি গঠনতন্ত্র, যা বন্ধুত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে আলোকিত পথচলার দিকনির্দেশনা দেয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা