জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ছয় দিনব্যাপী বইমেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রথমা বইমেলার উদ্বোধনছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রথমার আয়োজনে ছয় দিনব্যাপী বইমেলা। জাবি বন্ধুসভার সহযোগিতায় ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের করিডরে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

আয়োজকেরা জানান, ছুটির দিনসহ প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রথমা প্রকাশনীর বইয়ে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতীয় বইয়ের ক্ষেত্রে ১ রুপি মূল্যে বিশেষ ছাড় এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমা প্রকাশনীর প্রধান সমন্বয়কারী মশিউল আলমের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রথম আলো প্রিন্ট মিডিয়া হিসেবে যে ভূমিকা পালন করছে, তা অবিস্মরণীয়। পাঠক তৈরিতে প্রথমা ও প্রথম আলোর ভূমিকা অনস্বীকার্য। প্রথমা প্রকাশনীর বইসমূহ জ্ঞানচর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানের পরিসরে এ রকম বইমেলার আয়োজন আরও বেশি শিক্ষার্থীদের জ্ঞানার্জনে উদ্বুদ্ধ করবে।’

জাবি বন্ধুসভার সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘বন্ধুসভা সব সময় পাঠক তৈরির কাজে নিয়োজিত রয়েছে। এই মেলার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়ানোর সুযোগ করে দিতে চাই। বন্ধুসভার পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে, শিক্ষার্থীরা যেন জ্ঞানচর্চায় আরও বেশি আগ্রহী হয়ে ওঠে এবং নতুন নতুন বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞান ও মানসিক বিকাশ ঘটাতে পারে। এই মেলা আরও বড় পরিসরে আয়োজনের স্বপ্ন দেখি এবং আশা করি, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের বন্ধুসভা শিক্ষার্থীদের জ্ঞানচর্চার ধারাকে আরও সম্প্রসারিত করবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রথমা বইমেলার উদ্বোধন
ছবি: প্রথম আলো

জাবি বন্ধুসভার ২০২৩ কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য, বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি এবং জ্ঞানচর্চায় যুক্ত করা। আমরা চাই, বন্ধুসভার প্রত্যেক সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী বইমেলার অংশ হয়ে নিজেদের জ্ঞানসম্ভার সমৃদ্ধ করতে এগিয়ে আসবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, উপপরিচালক নাসরিন সুলতানা, জাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক অনুপ সরকার, সাংবাদিক ফরহাদুজ্জামান, যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইফতে সাকিব প্রমুখ।