বাল্যবিবাহ রোধে দরকার জনসচেতনতা

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার কমিউনিটি সংলাপছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরীর অধিকারবিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বিকেলে জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় এটির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।

গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে অংশগ্রহণ করেন অসংখ্য নারী। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, বন্ধু নাফিসা আনজুম, মাশরুফা খাতুন ও নাফিউল ইসলাম।

গ্রামের নারীরা সংলাপে অংশ নিয়ে বাল্যবিবাহে প্রতিরোধে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন। আরাফাত মিলেনিয়াম বলেন, সারা দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহের হার অনেক বেশি। বাল্যবিবাহ রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে ইতিমধ্যে বন্ধুসভা নানা কর্মসূচি করেছে। যার মধ্যে ছিল গম্ভীরা, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক, আলোচনা সভা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা