ভাষাশহীদদের প্রতি প্রথম আলো বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেরিল বেবি-প্রথম আলো বর্ণমেলা উৎসবে দিনব্যাপী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন বন্ধুসভার বন্ধুরা। বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে কাজের ফাঁকে ভাষাশহীদদেরও স্মরণ করেছেন তাঁরা। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ক্রীড়া কমপ্লেক্সের শহীদ মিনারে ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা দীপ্তি সরকার, সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, সহসভাপতি নাঈমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক অনিক সরকারসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা।
সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘বর্ণমেলা উৎসবের মাধ্যমে শিশু-কিশোরদের বাংলা ভাষার প্রতি মমত্ববোধ তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্ণমেলায় সকাল থেকে সারা দিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি তাঁরা ভাষাশহীদদের স্মরণ করতে ভোলেননি। এর মাধ্যমে বন্ধুদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।’