সবুজ পৃথিবীর প্রত্যাশায় বৃক্ষরোপণ

বৃষ্টিতে ভিজে ভিজে বন্ধুদের বৃক্ষরোপণ
ছবি: জুলফিকার আলী

সবুজ পৃথিবী ও বিশুদ্ধ বায়ুর প্রত্যাশায় বৃক্ষ রোপণ করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করা হয়
ছবি: জুলফিকার আলী

এর আগে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি নার্সারি থেকে ফলদ, বনজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ সংগ্রহ করা হয়। রোপণের দিন বৃষ্টি পড়ছিল। বন্ধুরা বৃষ্টিতে ভিজে বৃক্ষরোপণের কাজ চালিয়ে যান। তাঁরা বলেন, এসব গাছ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের অনেক উপকার বয়ে আনবে।

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: জুলফিকার আলী

কর্মসূচির সমন্বয়ক হিসেবে ছিলেন অর্থ সম্পাদক কামরুল হাসান ও প্রচার সম্পাদক জুলফিকার আলী। বাস্তবায়নে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাকিল হোসাইন, সাধারণ সম্পাদক রাকিব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু তালহা, প্রশিক্ষণ সম্পাদক সোনিয়া রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রুবেল সরকার, বন্ধু তমালিকা সরকারসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা