মানসিক ও প্রজনন স্বাস্থ্য নিয়ে বিশেষ কর্মশালা

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

আমাদের দেশের মেয়েরা সবচেয়ে অস্বস্তিতে পড়েন দুটি জায়গায়। প্রজনন ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে। এমনকি নারীরা ডাক্তারের কাছে গিয়েও আলোচনা করতে দ্বিধা বোধ করেন, যা উল্টো সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

এই সংকোচ বোধকে কাটিয়ে তুলতে এবং সচেতনতা বাড়াতে ২২ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হয় মানসিক ও প্রজনন স্বাস্থ্য নিয়ে বিশেষ কর্মশালা ‘এমব্রেস দ্য রিদম উইথ ছন্দ’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহযোগিতায় ৩০ নারী শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালায় শিক্ষার্থীদের ব্যক্তি পর্যায়ে পরামর্শ প্রদান ও সচেতনতামূলক আলোচনা করেন বিশেষজ্ঞরা।

নারীদের ক্যানসার নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মাসুমুল হক। নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ছন্দের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও নুসরাত কবির প্রভা। সঞ্চালনা করেন মনের স্কুলের সহপ্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজাহ বীথা।

উদ্বোধনী পর্বে জাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি হামিদা জান্নাত। তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভা ভালো কাজের সহযোগিতায় সদা তৎপর। এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।

সাধারণ সম্পাদক, জাবি বন্ধুসভা