শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে দুটি ড্রাম উপহার

পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার (ডান থেকে চতুর্থ) কাছে শেরপুর বন্ধুসভার পক্ষ থেকে ড্রাম হস্তান্তর
ছবি: বন্ধুসভা

‘আমার শহর থাকুক পরিচ্ছন্ন’ প্রতিপাদ্যে জেলা শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে দুটি ড্রাম উপহার দিয়েছে শেরপুর বন্ধুসভা। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ২ নভেম্বর শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার কাছে এগুলো হস্তান্তর করেন বন্ধুরা।

বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, শেরপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এর অংশ হিসেবে ১ নভেম্বর থেকে দিনে ও রাতে পৌর এলাকার বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। শেরপুর বন্ধুসভার দেওয়া দুটি ড্রাম পরিচ্ছন্নতা কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন, কনজারভেন্সি ইন্সপেক্টর আলিমুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সভাপতি রবিন সাহাসহ অন্য বন্ধুরা।