স্বাধীনতা দিবসে রংপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

রংপুর টাউনহল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘কথা ছিল একটি পতাকা পেলে
আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা
কথা ছিল একটি পতাকা পেলে
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন, ‘পেয়েছি, পেয়েছি।’

হেলাল হাফিজের এই কবিতার মতোই ৫৩ বছর আগের সেই স্বাধীনতার ঘোষণা, যুদ্ধে আহ্বান ও বিজয় অর্জনের ইতিহাস আজও উদ্দীপ্ত করে প্রাণে চেতনা জাগায়। মন বলে ওঠে, পেয়েছি পেয়েছি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় রংপুর বন্ধুসভা। সকাল ১০টায় রংপুর টাউনহল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।

রংপুর বন্ধুসভার সভাপতি আরিফ হাসান বলেন, দেশ ও জাতির অগ্রগতির প্রশ্নে সবাইকে একটি বিষয়ে একমত হওয়া খুবই জরুরি। তা হলো স্বাধীনতার চেতনা। বিষয়টিকে প্রথম আলো বন্ধুসভা হৃদয় থেকে অনুভব ও বিশ্বাস করে। তাই বন্ধুসভার অন্যতম ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। স্বাধীনতাসংগ্রামের চেতনাকে ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যেতে হবে।

এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ–পরবর্তী আলোচনায় উপস্থিত বন্ধুরা স্বাধীনতা দিবসের পটভূমির ইতিহাস নিয়ে আলোচনা করেন, নিজেদের মন্তব্য ও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সেলিনা সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, প্রশিক্ষণ সম্পাদক আরমান হোসেন, বইমেলা সম্পাদক নন্দ গোপাল বর্মণসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা