‘পরিবেশ ভালো রাখার জন্যই আমাদের গাছ লাগাতে হবে’

সুনামগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসার্থক থেকে যাবে। বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। সজীবতা ও সার্থকতার এমন এক জীবন্ত দৃষ্টান্ত আর নেই।’

মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের জীবনের বাস্তব রূপ যেন বৃক্ষ থেকেই পাওয়া যায়। সত্যিকার অর্থেই বৃক্ষের দিকে তাকিয়ে অন্তরের সৃষ্টিধর্ম উপলব্ধি করা যায়। গভীর অভিনিবেশসহ বৃক্ষকে লক্ষ করলে তাই বলা যায়, বৃক্ষ তথা গাছই মানবজীবনের সবচেয়ে সার্থক প্রতীক।

২৮ আগস্ট বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এমন আরও বেশ কিছু বিষয় আলোকপাত করেন সুনামগঞ্জ শহরের বিশিষ্টজনেরা।

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় সুনামগঞ্জ বন্ধুসভা ৫০০টি চারা গাছ রোপণ ও বিতরণ করছে।

সুনামগঞ্জ পৌর শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এদিন এক শ চারা গাছ রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

সুনামগঞ্জে চারাগাছ রোপণে স্কুলশিক্ষার্থীরাও অংশ নেয়
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক আইনজীবী খলিল রহমান, পরিবেশ আন্দোলনের কর্মী আকরাম উদ্দিন, বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ পাল, বর্তমান সভাপতি সৌরভ সরকার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বন্ধু নূর হোসেন, দীপ্ত তালুকদার ও আহনাফ রহমানসহ অন্যান্যরা।

বিজন সেন রায় বলেন, ‘গাছ রোপণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গাছগুলো যাতে রক্ষা পায়, নির্বিঘ্নে বেড়ে ওঠে, সেটির খেয়াল রাখতে হবে। যত্ন নিতে হবে। পরিবেশ ভালো রাখার জন্যই আমাদের গাছ লাগাতে হবে। যদি এটি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে। তরুণ প্রজন্মকে এই ব্যাপারে সর্বদা সচেতন থাকতে হবে।’

সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা