রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটক নিয়ে পাঠচক্র

জেলা শিল্পকলা একাডেমিতে দিনাজপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম শ্রেষ্ঠ নাটক ‘ডাকঘর’। ২৬ অক্টোবর নাটকটি নিয়ে পাঠের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। জেলা শিল্পকলা একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়।

‘ডাকঘর’ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর ‘অমল’ নামে একটি ছয়-সাত বছরের ছেলে এবং তারই ক্ষয়, অবসন্নতা ও মৃত্যুর ঘটনা নিয়ে লিখেছেন। শারীরিক আবদ্ধতার জন্য, ক্লান্তি ও অসহায়তার মধ্যে, তার কোমল নিষ্পাপ মনটি দেশ-বিদেশ পরিক্রমায় ছুটে যেতে চাইছে; এই নাটকে তা ফুটিয়ে তোলে পাঠক মনকে সাড়া দিতে পেরেছেন লেখক।

পাঠচক্র শেষে দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নাটকে অমলের কোমলমতি মনকে নিস্তব্ধ করে রাখে পুঁথিগতবিদ্যায় প্রাজ্ঞ কবিরাজ, গ্রামের মোড়ল ও পালকপিতা মাধব দত্ত। তবে তার আকাঙ্ক্ষিত ও অপ্রকাশিত সত্ত্বার মুক্তি পাওয়ার অনুঘটক ঠাকুরদা (ফকির) আর সৌন্দর্যে স্নিগ্ধ অনুভূতি সঞ্চারিকা সুধা।

সহসভাপতি সুব্রত সরকার বলেন, ‘শুধু পাঠচক্র নয়, আমাদের অন্যান্য গুণও অর্জন করতে হবে। যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি শুভ রায়, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, দপ্তর সম্পাদক খেয়া রায়, সাংস্কৃতিক সম্পাদক ব্রততী বিশ্বাস, বন্ধু বিথি রায়সহ অন্যান্য বন্ধুরা।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা