সিলেট বন্ধুসভার পাঠের আসরে ‘আরেক ফাল্গুন’

পাঠের আসরে মনোযোগী বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার আলোকে কথাসাহিত্যিক জহির রায়হান রচনা করেন ‘আরেক ফাল্গুন’ উপন্যাস। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, মুনিম, আসাদ, সালমা, রসুল চরিত্রের প্রেম-প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়বস্তু।

২৭ ফেব্রুয়ারি জহির রায়হান রচিত বইটি নিয়ে পাঠচক্র করেছে সিলেট বন্ধুসভা। সিলেট সরকারি মহিলা কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুদের আলোচনায় উঠে এসেছে উপন্যাসটির বিভিন্ন দিক এবং ভাষা আন্দোলনের ইতিহাস।

এ সময় উপস্থিত ছিলেন শাহ সিকান্দার শাকির, কায়সার আহমেদ, অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সমীর বৈষ্ণব, হিমাদ্রি শর্মা, অনিক পাল, দেব দুলাল, মিহরাব আহমদ, তমা সূত্রধর, ফারহান হক, রেজাউল হক, আশরাফুল ইসলাম, আবদুল মুহাইমীন চৌধুরী, ইকরা মুমু, মাজেদুল ইসলাম, মাহমুদ চৌধুরী, ফয়সাল আহমেদ, ফুয়াদ আহমেদ, শ্রেয়ান ঘোষ ও হিয়া রহমানসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা