টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগে ভাষাশহীদদের স্মরণ

টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

ভুলব না, ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না। লাঠি, গুলি আর কাঁদানে গ্যাসের শেল। মিলিটারি আর মিলিটারি। ভুলব না। ভাষার জন্য জীবন হারানো বাঙালি। ভাষার জন্য দেশের মাটি রক্তে ভাসাইলি, ও কথা ভুলে যাব আমরা কি তেমন জাতি?

তাই তো মিলিত প্রাণের কলরবে, যৌবন ফুল ফোটে রক্তের অনুভবে। শহীদ মুখের স্তব্ধ ভাষা। আজ অযুতজনের বুকের আশা। তাঁদের মরণে প্রাণ পেলাম আমরা সবে। যাঁদের রক্তের বিনিময়ে আমাদের মুখের ভাষা, মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম। সেই শ্রদ্ধেয় বীরদের, শহীদ ভাইদের প্রতি টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আইনজীবী জিনিয়া বকস্, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, উপদেষ্টা রকিবুল ইসলাম, সভাপতি আবু আহমেদ শেরশাহ, সাধারণ সম্পাদক লুপিণ, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা, নাইমুল ইসলাম, প্রচার সম্পাদক কাওছার আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক মামুন খান, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইসরাত জাহান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শারিফ হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তাসফিয়া ফারিনসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা