চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বন্ধুসভা। ১৭ মার্চ রাত ১০টায় অনলাইন গুগল মিট অ্যাপে অনুষ্ঠিত এই পাঠচক্রের বিষয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইটি।

পরিচয়পর্বের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। প্রচার সম্পাদক সানি তামজিদ ও সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন ‘আমার দেখা নয়াচীন’ বইয়ের নির্বাচিত কিছু অংশ পড়েন। সানি তামজীদ বলেন, ‘চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকেই বঙ্গবন্ধু মূলত বইটি লেখেন।’ তাজকির হোসেন আরও যোগ করে বলেন, ‘বঙ্গবন্ধু বইটিতে তৎকালীন পাকিস্তান ও চীনের রাজনৈতিক-আর্থসামাজিক অবস্থার তুলনা, কমিউনিস্ট রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা প্রভৃতি বিষয়ও প্রাঞ্জলভাবে আলোচনা করেছেন।’

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র

সভাপতি আসিফ আহমেদ ও সাধারণ সম্পাদক উম্মে ফারহীন বইটির বিশেষত্ব সবার সামনে তুলে ধরেন। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া সুলতানা, অর্থ সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরী, বন্ধু তাসমিয়া, জাবেরসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, নোয়াখালী বন্ধুসভা