‘বন্ধুদের দেখে অনেকে গাছ লাগাতে উৎসাহী হবেন’

বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নীলফামারী বন্ধুসভা। ছবিটি শহরের মরালসংঘ ক্লাব চত্বরে তোলাছবি: প্রথম আলো

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নীলফামারী বন্ধুসভা। ৫ জুন দুপুরে জেলা শহরের মরালসংঘ ক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিমুলবাড়ি বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মো. আলী হোসেন।

বন্ধুসভার এ কার্যক্রমের প্রশংসা করে মো. আলী হোসেন বলেন, ‘শুধু গাছ লাগালে হবে না। এর পরিচর্যাও করতে হবে। নীলফামারী বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কথা বলে জানলাম, তাঁরা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা স্বেচ্ছায় এ আয়োজনে অংশ নিয়ে নিজেরাই গর্ত করে এবং হাতে হাতে গাছের চারা নিয়ে গাছ লাগাচ্ছেন ও বিতরণ করছেন। বন্ধুদের দেখে অনেকে গাছ লাগাতে উৎসাহী হবেন।’

অগ্রযাত্রা শিশুবিকাশ কেন্দ্রের ৫০ শিশুর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন, ব্যবসায়ী বাবলা মজুমদার, প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, সাংবাদিক মিল্লাদুর রহমান, নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সহসভাপতি নিপুন রায়সহ বন্ধুসভার অন্য বন্ধুরা।

নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। মরুময়তা ঠেকাতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এ কারণে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছি। নীলফামারী রেলস্টেশনের অদূরে অগ্রযাত্রা শিশুবিকাশ কেন্দ্রের ৫০ শিশুর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৫০টি চারা বিতরণ করেছি। এসব চারা তারা তাদের বাড়িতে রোপণ করে এর পরিচর্যা করবে।’