চকরিয়া বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
বৃক্ষ আমাদের পরম বন্ধু। এটি শুধু প্রাকৃতিক শোভাবর্ধন করে না; মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়-তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের জন্য পুষ্টিসমৃদ্ধ ফলও সরবরাহ করে। তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করে কক্সবাজারের চকরিয়া বন্ধুসভা। ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় আম্রপালি জাতের আম, নিমগাছ ও কদমগাছের ১ হাজার ১০০টি চারা পেকুয়া উপজেলায় রোপণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিতরণ করেন বন্ধুরা।
স্থানীয় ফাশিয়াখালী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যেও কিছু চারা গাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি এস এম হানিফ, চকরিয়া বন্ধুসভার সভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি ইসমাইল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিরো আলম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সায়েদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলিমুল ইসলামসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, চকরিয়া বন্ধুসভা