খেলার আনন্দে কেটেছে বিকেল

যেভাবে হোক জিততে হবে লুডুতে
ছবি: বন্ধুসভা

বৃষ্টি ভেজা বিকেল। মাঠে পানি থই থই করছে। তাই বলে কি আর খেলাধুলা বন্ধ রাখা যায়! বন্ধুরা খেলেছেন ঠিকই, তবে সেটি চার দেয়ালের ভেতর। ৮ সেপ্টেম্বর এমনই এক বৃষ্টিভেজা বিকেলে ‘খেলায় মাতি, সুস্থ থাকি’ স্লোগানে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বন্ধুসভার উদ্যাগে অনুষ্ঠিত হয় ‘ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৩ ’।

‘রিং বল’ খেলায় বাস্কেটে বল ঢোকানোর প্রচেষ্টায় এক বন্ধু
ছবি: বন্ধুসভা

দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে বন্ধুদের ক্লান্ত মনে একটুখানি সতেজতা ফিরিয়ে আনতে চট্টগ্রাম বন্ধুসভার এই ব্যতিক্রম আয়োজন। জনপ্রিয় খেলা লুডুর মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় ‘একে কত’ নামের একটি বিশেষ খেলার মাধ্যমে। ছিল আরও ছয়টি খেলা। লুডুর পরপরই বন্ধুরা অংশগ্রহণ করেন মজাদার খেলা ‘চিপস্টারে’। দুজন মিলে এই খেলা খেলতে হয়। দুজনের কাছে দুই রঙের গুটি থাকবে। কোনো একজন যদি তাঁর গুটি একই সারিতে কিংবা একই কলামে অথবা কোনাকুনিতে পরপর চারটি মেলাতে পারেন, তিনিই হবেন বিজয়ী।

এটি শেষ হতে না হতেই বন্ধুরা মজে যান আরেকটি বিশেষ খেলায়। চট্টগ্রাম বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ফয়সাল হাওলাদারের বুদ্ধিতে তৈরি এই বিশেষ খেলার নাম ‘বোতল বালা’। একটি লাঠিতে সুতা দিয়ে একটি বালা বেঁধে দেওয়া থাকবে, বন্ধুদের সেই লাঠি হাতে নিয়ে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে বালাটি বোতলের মধ্যে পরিয়ে দিতে হবে। বিষয়টা সহজ মনে হলেও বন্ধুদের বালাটি বোতলে পরিয়ে দিতে ভালোই বেগ পেতে হয়েছে।

দলবদ্ধ ছবিতে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এরপরের খেলাটি ছিল রিং বল। বল বাস্কেটে ঢোকাতে হবে; তবে সেই বলকে আগে রিংয়ের ভেতর দিয়ে যেতে হবে। পাশাপাশি কিছু বন্ধু শুরু করেন পিলো পাসিং খেলা। পরের খেলায় বন্ধুদের দিতে হয় পেনাল্টি শট। সেই শটে ছিল একটু ভিন্নতা। বল মাটিতে রেখে বলের ওপর হাত দিয়ে কয়েকবার ঘুরে শট দিতে হয়। দাবা খেলায়ও মগ্ন ছিলেন কিছু বন্ধু। একের পর এক কঠিন চালে জমে ওঠে লড়াই।

শেষে বন্ধুরা খেলেন ‘একে কত’। এটিও ফয়সাল হাওলাদারের বুদ্ধি। এই খেলায় একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে সেই কাঠি দিয়ে যিনি সর্বোচ্চসংখ্যক প্রদীপ জ্বালাতে পারবেন, তিনিই হবে বিজয়ী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী হন এ আর আছাদ, মাসুদ রানা, কৌশিক দাশ, তিথি তালুকদার, আফিফ ইব্রাহীম ও রিজভী ইসলাম।
আয়োজনের সমন্বয়ক ছিলেন সাকিব জিশান ও নানজিবা মুনজারিন জায়সিয়া।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা