ভাষাশহীদদের প্রতি ঠাকুরগাঁও বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঠাকুরগাঁও বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে বন্ধুরা ঠাকুরগাঁও সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আলমগীর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য তপু রায়সহ আরও অনেকে।
পুষ্পমাল্য অর্পণ শেষে বন্ধুরা একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ ও প্রজন্ম থেকে প্রজন্মে এই চেতনাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা