রাজশাহী বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
রাজশাহী বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রথম আলো রাজশাহী অফিসে এটি অনুষ্ঠিত হয়। জাতীয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি মাহবুব পারভেজ।
শুরুতেই মাহবুব পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে রাজশাহী বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি, পাঠচক্র আয়োজনসহ বিগত সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাহবুব পারভেজ বন্ধুসভার বিভিন্ন ভালো দিক তুলে ধরেন এবং পাঠচক্র আয়োজনের প্রচলিত নিয়মটি বাদ দিয়ে নতুন নিয়মে করার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘প্রচলিত নিয়মে একটি বইয়ের বিষয়বস্তু নিয়ে পাঠচক্র আয়োজনে সীমাবদ্ধ না থেকে বছরের যেকোনো এক দিন একজন কবির জন্ম বা মৃত্যু দিবস আয়োজন করে, আমরা সেই কবির লেখা বিভিন্ন গান, গল্প, উপন্যাস বা কবিতা আবৃত্তি করতে পারি। সেটা নিয়ে আলোচনা করতে পারি। পাশাপাশি নিজেরা সেই কবিকে নিয়ে কিছু লিখে সেটা পাঠ করে সবাইকে শোনাতে পারি।’
বৈঠকে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এরপর বিভিন্ন গল্প এবং হাসিঠাট্টার মধ্য দিয়ে আয়োজনের ইতি ঘটে। সবশেষে গান গেয়ে শোনান রাজশাহী বন্ধুসভার অর্থ সম্পাদক আনোয়ার হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, প্রতিনিধি শফিকুল ইসলাম, রাজশাহী বন্ধুসভার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক উৎসব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক হাসান ইমাম, দপ্তর সম্পাদক সুশীল চন্দ্র, ম্যাগাজিন সম্পাদক পূরবী রয়, বন্ধু দেবযানী বিশ্বাস ও কাজী হিমেল।
সাধারণ সম্পাদক, রাজশাহী বন্ধুসভা