বন্ধুদের ভালোবাসায় সারা দেশে চাঁদের হাসি

দেশ ও দেশের বাইরের ১০০টি বন্ধুসভা নিজেদের ঈদের কেনাকাটার বাঁচানো অর্থ এবং উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের কাছ থেকে প্রাপ্ত অনুদানে স্বেচ্ছাসেবায় ‘সহমর্মিতার ঈদ’ বাস্তবায়ন করেছে। কর্মসূচিতে শিশুর জন্য নতুন জামা এবং তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী, মেহেদি উৎসব, বিশেষ চাহিদায় কাউকে কাউকে চিকিৎসাসহায়তা দেওয়া হয়েছে।

হাসিমাখা মুখগুলোয় নতুন জামার উচ্ছ্বাস। রাজধানীর মিরপুর কালশীর বাউনিয়া বাঁধে জাতীয় পরিচালনা পর্ষদের ঈদ উপহারছবি: দীপু মালাকার

সাতক্ষীরার ফিরোজা বেগম, স্বামী মারা যাওয়ার পর বিশেষ চাহিদাসম্পন্ন একমাত্র সন্তান ফিরোজ সরদারকে (২৪) ঈদে নতুন জামা কিনে দেওয়ার কোনো উপায় করতে পারছিলেন না। সাতক্ষীরা বন্ধুসভার পাঞ্জাবি উপহার পেয়ে ফিরোজের চেয়ে তাই তাঁর মায়ের খুশিটা যেন বেশি।

ঈদ উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভা বিধবা নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করে। গোয়ালন্দ ও রাঙামাটি বন্ধুসভাও বিশেষ চাহিদাসম্পন্ন দরিদ্র শিশুদের নতুন জামা ও খাদ্যসামগ্রী উপহার দেয়।

উপহার দিতে পেরে খুশি ছড়াল ভৈরব বন্ধুসভার বন্ধুদের মধ্যেও
ছবি: আনাস খান

‘আফা আফা, আমারে দুইডা ফুল আঁইকা দেন।’ মেহেদিতে হাত রাঙাতে এভাবেই আবদার করে সাত বছরের সালমা। খাবারের প্যাকেট হাতে তার দাদি নসিমন বিবি বলেন, ‘আব্বা, এত কিছু দিছেন! পোলাফান লইয়া সেমাই–নুডুস রাইন্ধা জব্বর ঈদ করমু। আল্লায় আমনেগর ভালা করব।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ঈদ উপহার পেয়ে এভাবেই আনন্দ প্রকাশ করেন তাঁরা। ভৈরব বন্ধুসভার নতুন জামা উপহার পেয়ে শিশু জান্নাত বলে ওঠে, ‘আরে, এই লাল জামাডাই তো মনে মনে চাইছিলাম!’

সারা দেশে ফিরোজ সরদার কিংবা জান্নাতের মতো অসংখ্য শিশুর নতুন জামার স্বপ্ন পূরণে এ বছর ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের জন্য খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন।

‘সহমর্মিতার ঈদ’ বন্ধুসভার একদম নিজস্ব কর্মসূচি। এবার অর্থনৈতিক কঠিন সময়ে কর্মসূচি বাস্তবায়নকারী বন্ধুসভার সংখ্যা ও অর্থসহায়তার পরিমাণ বৃদ্ধি খুবই খুশির খবর। এটি প্রমাণ করে, বন্ধুসভা যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে আছে। এই কাজে জাতীয় পর্ষদের নেতারা যেভাবে তদারক করেছেন, উৎসাহ দিয়েছেন, তা অভূতপূর্ব। কিন্তু মূল কাজটা সারা দেশের বন্ধুরাই করেছেন, তাঁরাই আমাদের অনুপ্রেরণা। তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
আনিসুল হক, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বন্ধুসভার পৃষ্ঠপোষক

এ বছর দেশ ও দেশের বাইরের ১৪০টি বন্ধুসভার মধ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ১০০টি বন্ধুসভা। গত ১২ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ঈদের উপহারসামগ্রী বিতরণ করে তারা। সারা দেশে ৪ হাজার ৬৭২ শিশুকে নতুন জামা, ৫ হাজার ৫১৮টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ মোট ৩৭ লাখ ২৫ হাজার ৩২ টাকার উপহার ও সহায়তা প্রদান করেন বন্ধুসভার বন্ধুরা। নিজেদের ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে জমানো অর্থ, উপদেষ্টা ও পরিচিতজনদের কাছ থেকে প্রাপ্ত অনুদান এবং শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ স্বেচ্ছাসেবায় চাঁদরাত পর্যন্ত এ কর্মসূচি পালন করে বিভিন্ন বন্ধুসভা। গত বছরও দেশব্যাপী প্রায় ২৫ লাখ টাকার উপহারসামগ্রী বিতরণ করেছিলেন বন্ধুসভার বন্ধুরা।

ঘূর্ণিঝড়ে বসতবাড়ি হারিয়ে এক যুগ আগে মহেশখালী থেকে কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে শুঁটকিপল্লিতে আশ্রয় নেয় শিশু নয়ন মণির জেলে পরিবার। এবার সেখানকার ১০০ শিশুকে ঈদের নতুন জামা ও ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে কক্সবাজার, কক্সবাজার সিটি কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভা। নতুন জামা পেয়ে নয়ন মণি বলে, ‘ঈদের দিন নতুন জামা পরে সমুদ্রসৈকতে ঘুরতে যাব।’

কক্সবাজার, কক্সবাজার সিটি কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভা মিলে শিশুদের মুখে হাসি ফুটিয়েছে
ছবি: বন্ধুসভা

১৩ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস থাকে চট্টগ্রামের তুলাতলি বস্তিতে। মা–বাবা দুজন বাইরে কাজ করেও ছয় ভাইবোনের সংসারে ঠিকমতো তিন বেলা আহার জোটাতে পারেন না। বাবা অথবা মায়ের কেউ একজন অসুস্থ থাকলে মাঝেমধ্যে উপোসও থাকতে হয় এক বেলা। সেখানে জান্নাতের ঈদের পোশাক কেনা স্বপ্নের মতো। জান্নাতের মতো এমন ৫৭৩ শিশুর মুখে এবার হাসি ফুটিয়েছেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি ৪৮৮টি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন তাঁরা।

খুলনার মোংলা নদীর তীরঘেঁষা খাসজমিগুলোয় কোনোরকমে গোলপাতার ছাউনিঘেরা ঝুপড়িতে বসবাস করে অসংখ্য পরিবার। পেটের তাগিদে অবিরাম ছুটে চলা তাদের প্রাত৵হিক কর্ম। যেখানে ঈদ মানে আর দশটা দিনের মতোই। এই পরিবারের সব শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন মোংলা বন্ধুসভার বন্ধুরা।

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি ভালো কাজে বন্ধুসভার নিবেদন। দেশ ও দেশের বাইরের বন্ধুসভাগুলো যেভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন, তা অনন্যসাধারণ। এবার যাঁরা করতে পারেননি, তাঁরা ভবিষ্যতে করবেন এবং যাঁরা করেছেন, তাঁরা ধারাবাহিকতা বজায় রাখবেন—এই প্রত্যাশা করি। জাতীয় পর্ষদের ডাকে সাড়া দিয়ে এই বৃহৎ কর্মযজ্ঞ বাস্তবায়নে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।
জাফর সাদিক, সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ

কিশোরগঞ্জের করিমগঞ্জে দুরারোগ্য ব্যাধি ডিএমডিতে আক্রান্ত যমজ ভাই জামাল ও কামালকে হুইলচেয়ার উপহার দিয়েছে কিশোরগঞ্জ বন্ধুসভা। ১০০ জন এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা একটি করে নতুন রঙিন জামা উপহার দিয়েছেন।

ঈদ উপহারের পাশাপাশি বিভিন্ন বন্ধুসভার বৈচিত্র্যময় নানা আয়োজনে অনেকের ঈদ রঙিন হয়ে ওঠে; যেমন ভৈরব ও গাজীপুর বন্ধুসভা নতুন জামার সঙ্গে শিশুদের হাতে তুলে দেয় ঈদ সালামির নতুন টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ঠাকুরগাঁও, মিরপুর, পুণ্ড্র ইউনিভার্সিটি, নীলফামারী বন্ধুসভাসহ অনেক বন্ধুসভা শিশুদের জন্য আয়োজন করে মেহেদি উৎসব।

নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে ঠাকুরগাঁও বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

এ বছর সাংগঠনিক ইফতারের আয়োজন না করে পুরো অর্থ সহমর্মিতার ঈদ কর্মসূচির জন্য ব্যয় করেছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। এ ছাড়া জাতীয় পর্ষদের উপদেষ্টা, সদস্য ও শুভানুধ্যায়ীদের অনুদানে তিন ধাপে ঢাকার কালশী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে প্রায় ৫০০ শিশুকে নতুন জামা এবং স্বল্প আয়ের পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে। ঢাকা মহানগর বন্ধুসভাও নিজেদের অর্থায়নে মোহাম্মদপুরে প্রায় ২০০ শিশু ও তাদের পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেয়।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি জাফর সাদিক ও নির্বাহী সভাপতি মৌসুমী মৌয়ের নেতৃত্বে এবং জাতীয় পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতায় এবারের সহমর্মিতার ঈদ কর্মসূচি সমন্বয় করেন জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ। আর বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় পর্ষদের পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা আলম জ্যোতি; জেন্ডার–সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি; প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট; তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ ফেরদৌস; দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়মন চৌধুরী; বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক খায়রুন্নাহার খেয়া; কার্যনির্বাহী সদস্য নাফিউর নুর, আলাদিন আল আসাদ, আসিফ খানসহ অন্য বন্ধুরা।

কর্মহীন প্রবাসীদের জন্য কাতার বন্ধুসভার ঈদের উপহার
ছবি: বন্ধুসভা

দেশের বাইরেও সহমর্মিতার ঈদ

দীর্ঘদিন কর্মহীন থাকা শ্রমজীবী প্রবাসী বাংলাদেশিদের খাদ্য ও উপহারসামগ্রী দিয়েছে কাতার বন্ধুসভা। চীন বন্ধুসভা বাংলাদেশের অন্তত ১২ জেলার ৪৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, নতুন পোশাক ও নগদ অর্থ ঈদ উপহার হিসেবে প্রদান করেছে।

ডিএমডিতে আক্রান্ত যমজ ভাই জামাল ও কামালকে হুইলচেয়ার উপহার দিয়েছে কিশোরগঞ্জ বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

যেসব বন্ধুসভা সহমর্মিতার ঈদ বাস্তবায়ন করেছে

জাতীয় পরিচালনা পর্ষদ, যশোর, শেরপুর, সাতক্ষীরা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ভোলা, লালমনিরহাট, চীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেশবপুর, চকরিয়া, পার্বতীপুর, রাঙামাটি, নেত্রকোনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, মোংলা, বান্দরবান, কক্সবাজার, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড়, শরীয়তপুর, এমসি কলেজ, ভৈরব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মিরপুর, পাবনা, রাউজান, ঝালকাঠি, নোয়াখালী, মাদারীপুর, ঝিনাইদহ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নীলফামারী, কাতার, ফরিদপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোয়ালন্দ, চাঁদপুর, জামালপুর, ঠাকুরগাঁও, বাগেরহাট, খুলনা, পটিয়া, গাজীপুর, গাইবান্ধা, নাটোর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, রায়গঞ্জ, উত্তরা টাউন কলেজ, কুষ্টিয়া, বরিশাল, জয়পুরহাট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টাঙ্গাইল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, সৈয়দপুর, রংপুর, বগুড়া, রাঙ্গুনিয়া, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, ইস্টার্ন ইউনিভার্সিটি, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বাউয়েট, নওগাঁ, কেরানীগঞ্জ, নড়াইল, পুন্ড্র ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুন্সিগঞ্জ, কসবা, ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সাভার, কুলাউড়া, গোপালগঞ্জ, মেহেরপুর ও ঈশ্বরগঞ্জ।

বগুড়ার সাতমাথাসংলগ্ন খোকন পার্কে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার মেহেদি উৎসব
ছবি: আশিক মাহমুদ

মাসজুড়ে বন্ধুসভার ইফতার সামগ্রী বিতরণ

সহমর্মিতার ঈদ কার্যক্রমে নতুন জামা ও খাদ্যসামগ্রী প্রদানের পাশাপাশি পবিত্র রমজান মাসজুড়ে নিজেদের অর্থায়নে সারা দেশে অন্তত পাঁচ হাজার এতিম, কোমলমতি শিশু ও শ্রমজীবী পথচারী ও বয়োজ্যেষ্ঠদের মধ্যে ইফতারি বিতরণ করেছেন বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা।

সেরাদের জন্য পুরস্কার

সহমর্মিতার ঈদ কার্যক্রমে অর্থমূল্য, সর্বোচ্চসংখ্যক পরিবার ও শিশুকে উপহার দেওয়ার পাশাপাশি কর্মকাণ্ডের বৈচিত্র্য বিবেচনায় এ বছরও ১০টি বন্ধুসভাকে কেন্দ্রীয়ভাবে সেরা ঘোষণা করা হবে। ভালো কাজে প্রতিযোগিতায় উৎসাহ দিতে পরবর্তীকালে তাদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হবে।