‘আইতে এহন জাড় কম করবে’

জামালপুর বন্ধুসভার বন্ধুদের দেওয়া কম্বল উপহার পেয়ে খুশি তাঁরাছবি: বন্ধুসভা

জামালপুরের ব্রহ্মপুত্র নদের পাড়ে বসবাস মনোয়ারা বেগমের (৬৬)। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে কম্বল দেবে শুনে ছুটে আসেন জেলা শহরের মুকুন্দবাড়ি এলাকায়। কম্বল উপহার পেয়ে মুখভরা হাসি দিয়ে বয়োজ্যেষ্ঠ এই নারী বলেন, ‘নদীর পাড়ে বাড়ি। আইতের (রাত) বেলা ঘরে বাতাস হু হু করে ঢোকে। তখন খুব জাড় (ঠান্ডা) লাগে। আইতে খুব কষ্ট হয়। এই কম্বলে ভালো হইল। আইতে এহন জাড় কম করবে।’

১৪ জানুয়ারি মনোয়ারা বেগমের মতো আড়াই শ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে জামালপুর বন্ধুসভা। প্রথম আলো ট্রাস্টের অর্থায়নে জেলা শহরের মুকুন্দবাড়ি এলাকায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।

বেলা ১১টায় বিতরণ কার্যক্রম শুরু হয়। সূর্যের তাপ সবে বাড়তে শুরু করেছে। এ সময় কম্বল পেয়ে বারুয়ামারি গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী মর্জিনা বেগম বলেন, ‘হোডেলে (হোটেল) মেছিয়ারি করি। হারা দিন (সারা দিন) হোডেলে কাম করি। আইতে বাইত (বাড়ি) যাই। অহন (তখন) খুব জাড় লাগে। আমগোরে এলাকায় বেশি জাড়। খেতা (কাঁথা) দিয়ে জাড় কাটে না। রাইতে হাইরে জাড় করে! বাবা গো, তুমগোরে কম্বলডা পাইয়া খুব উপকার হইল। কম্বলডা গায়ে দিয়ে আইতের বেলায় বাড়িত যাইতে পামু।’

শহরের হরিপুর এলাকা থেকে কম্বল নিতে আসেন দৃষ্টিপ্রতিবন্ধী মো. ফরিদ (৩৫)। তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বাড়ি থেকে ঘোড়ায় করে বের হই। দিন শেষে সন্ধ্যার দিকে ঘোড়া আবার বাড়িতে নিয়ে আসে। এভাবেই সপ্তাহে ছয় দিন ভিক্ষা করি। আমার স্ত্রীও প্রতিবন্ধী। খুব কষ্ট করে চলি। নদীর খুব কাছেই বাড়ি। রাতে খুব শীত করে। এই প্রথম কম্বল পাইলাম। কম্বলডা ভালা আছে। খেতা আর কম্বল মিলে রাতে গায়ে দিমু। এবার আর শীত করব না।’

জামালপুর বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

লাঠিতে ভর করে কম্বল নিতে আসেন ব্রহ্মপুত্র নদের পাড়ের বাসিন্দা রহিমা বেগম (৬৫)। তিনি বলেন, ‘আমার পুলাপানরা (ছেলেমেয়ে) ঢাহাত (ঢাকা) থাহে। বুইড়া বয়সে কই যামু। রাইতে খুব শীত করে। দুইডা খেতা গায়ে দিই। শীত তো মানে না। বাপু, তোমরাই প্রথম কম্বল দিলা। কম্বলডা মুডা (মোটা) আছে। খেতা আর কম্বল মিলে রাতে গায়ে দিমু। এইবার আর শীত করব না। আমগোর মতো বুইড়া-বুড়িগোরে খুঁইজে খুঁইজে কম্বল দিলা। এডা খুব ভালো হইছে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান, সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, জান্নাতুল নাঈমা, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক জিনেদিন জিদান, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, সাংস্কৃতিক সম্পাদক রাসেল মিয়া, অর্থ সম্পাদক লামিয়া আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিতা তাবাসমুম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রাকিবুর রহমান, বইমেলা সম্পাদক আমির হামজা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক বিজয় হাসান, ম্যাগাজিন সম্পাদক প্রত্যাশা পাল, বন্ধু সাদিয়া নুর, আব্দুল মমিন, মো. শাকিলসহ আরও অনেকে।

প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা