সুবর্ণশিশুদের হাত রাঙানোর গল্প

শিশুর হাতে মেহেদির রং এঁকে দেন বন্ধুরাছবি: বন্ধুসভা

শৈশব আমাদের জীবনের এক রঙিন অধ্যায়ের নাম। সে সময় ঈদ মানেই এক অন্য রকম অনুভূতি ছিল। ঈদকে ঘিরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকত হাতে মেহেদির আলপনা আঁকা। সেই অনুধাবন থেকে এবার কোমলমতি শিশুদের নিয়ে মেহেদি উৎসব করেছে গাজীপুর বন্ধুসভা। পরে তাদের নিয়ে ইফতার করা হয়।

৮ এপ্রিল বিকেলে জয়দেবপুর শহরের উত্তর ছায়াবীথির শ্মশান ব্রিজসংলগ্ন মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। ছোট শিশুদের হইহুল্লোড় ও আনন্দে জমে ওঠে আনন্দের মেলা। ‘শিশুর জন্য আমরা’ সংগঠনের ৩৫ শিশুর হাতে মেহেদির রং এঁকে দেন বন্ধুরা।

শিশুদের হাতে মেহেদি দিতে সহযোগিতা করেন মেহেদি আর্টিস্ট গুলবাহারা হেনা, জাহিদা সুলতানা, আতিয়া বিলকিস, লিজা আক্তার, আসমানুর আসমা, আবিদা সুলতানা ও উম্মে কুলসুম ইস্তিলা। এদিন ইফতার আয়োজনে সহযোগিতা করে পিঠাঘর গাজীপুর।

কোমলমতি শিশুদের নিয়ে মেহেদি উৎসব করে গাজীপুর বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

গাজীপুর বন্ধুসভার সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা বলেন, এসব শিশু অনেক শক্ত হাতে নিজেদের জীবন সামলায়। ওরা অনেক প্রতিকূলতা সহ্য করে বেড়ে ওঠে। ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটা ঈদের আনন্দকে শত গুণ বাড়িয়ে দেবে।

শিশুর জন্য আমরা সংগঠনের তাজুল ইসলাম বলেন, ‘গাজীপুর বন্ধুসভার এই প্রচেষ্টায় প্রত্যেক শিশুর পাশাপাশি আমরাও খুশি। এ ধরনের আয়োজন শিশুদের পছন্দ। ঈদ আসবে, তাই শিশুদের হাতে মেহেদি দেওয়ার আগ্রহও প্রবল। বন্ধুসভাকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।’

সহসভাপতি, গাজীপুর বন্ধুসভা