ফরিদপুর বন্ধুসভার ইফতারে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মিলনমেলা

ফরিদপুর বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

ফরিদপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে ফরিদপুর শহরের বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিরা অংশ নেন। ২০ মার্চ শহরের আলিপুরে অবস্থিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। ইফতারের আগে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন।

এতে উপস্থিত ছিলেন ভাঙ্গা মহিলা কলেজের প্রভাষক অজয় দাস, ফরিদপুর ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, বুদ্ধিজীবী মুমিনুল হক, আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান, ফরিদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শিমুল দাস, লাকী ডেকোরেটরের স্বত্বাধিকারী আবদুস সালাম শেখ, ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. শহীদুল্লাহ, সরকারি কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, সরকারি ময়েজউদ্দীন গণগ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক সাজু আহমেদ, শিক্ষক এজাজ আহমেদ, সরকারি কর্মচারী মেহেদী হাসান প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা