‘বীরাঙ্গনার জীবনযুদ্ধ’ বই নিয়ে পাঠের আসর

বনমায়ার সবুজ প্রান্তরে পাঠচক্র
ছবি: বন্ধুসভা

‘বীরাঙ্গনার জীবনযুদ্ধ’ কোনো গল্প-উপন্যাস নয়। কোনো কল্পনাকে আশ্রয় করে তার সঙ্গে সত্যের মিশেল ঘটিয়েও এটি লেখা হয়নি। বইয়ের প্রতিটি শব্দ সত্য, যা তুলে ধরেছে একটি নির্মম বাস্তবতাকে।

স্বাধীন সার্বভৌম এই সোনালি দেশের প্রতিটি পদে পদে রঙিন হয়ে আছে বীরাঙ্গনাদের নাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারামন বিবি, সেতারা বেগমদের মতন বীরাঙ্গনাদের খুঁজে পেতে যদি লেগে যায় ৪৬টি বসন্ত, আমরা কি পারব তবে সে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যে কঠিন!

উদিসা ইসলামের ‘বীরাঙ্গনার জীবনযুদ্ধ’ বইটি নিয়ে ১৬ জানুয়ারি পাঠচক্র করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বনমায়ার সবুজ প্রান্তরে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সরকারের সঞ্চালনায় শুরুতেই বইয়ের লেখক পরিচিতি তুলে ধরেন দপ্তর সম্পাদক আদিবা জামান। বইটির বিভিন্ন অংশ পাঠ করে শোনান সহসভাপতি ফারিহা মাহমুদ, পাঠচক্র সম্পাদক প্রিয়াংকা হাওলাদার, কার্যনির্বাহী সদস্য ঈশিতা মন্ডল ও জাকিয়া লিমা। সবশেষে বাস্তবিক জীবনে বইটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার আহসান সজীব।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী–পরবর্তী সময়ে সমাজ ও রাষ্ট্রের প্রতি নাগরিক হিসেবে করণীয় সম্পর্কে আলোচনা করেন সদ্য সাবেক সভাপতি আহসানুল হক ফেরদৌস। ক্লাবিং ও বন্ধুসভার বিভিন্ন দিক তুলে ধরেন সভাপতি নাজমুল ইসলাম। পরবর্তী সময়ে বন্ধুরা পাঠচক্রের ওপর নিজেদের মতামত তুলে ধরেন। পরে উপস্থাপনকৃত পাঠের ওপর তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়েছেন বন্ধু অনিক ভূষণ।

পাঠের এ আসরে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রিয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক শাহরিয়ার লাম, প্রচার সম্পাদক ফারহান ইশরাক, বইমেলা সম্পাদক ধনঞ্জয় ধ্রুব, তথ্য ও যোগাযোগ সম্পাদক নাবিল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তমাল মালাকার, শামিমা দোলাসহ অন্য বন্ধুরা।

সমাজকল্যাণ সম্পাদক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা