হুমায়ূন আহমেদের উপন্যাস ‘ফেরা’ নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

প্রায় ১৫ বছরের আখ্যান। ভাটি অঞ্চলের মানুষের জীবনযাপন, প্রকৃতির নিয়তি, সুখ-দুঃখ ও উত্থান-পতনের গল্প নিয়ে রচিত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘ফেরা’। ২৫ এপ্রিল বিকেলে বইটি নিয়ে পাঠচক্রের আসর করে চট্টগ্রাম বন্ধুসভা। হিরন্ময় কথকতা সিরিজ পাঠচক্রের এ আসর অনুষ্ঠিত হয় প্রথম আলো চট্টগ্রাম অফিসের বন্ধুসভা কক্ষে।

আলোচক হিসেবে ছিলেন উপদেষ্টা জয়শ্রী দাশ। তিনি বলেন, ‘এ উপন্যাসে সোহাগী গ্রামের ভাটি এলাকা হওয়ায় সেদিকের সুবিধা-অসুবিধার কথা বেশ ভালোভাবে বর্ণনা করা হয়েছে। যেমন সেখানে হাসপাতাল থাকলেও গ্রাম থেকে বহুদূরে, তবু মানুষের ভরসা আমিন ডাক্তার। সে যেন এই উপন্যাসের পুরোটা জুড়েই আছেন। আরও আছে চৌধুরী পরিবার, মতি মিয়ার পরিবার—স্ত্রী শরিফা, দুই ছেলে আজরফ ও নুরুদ্দীন, আশ্রয়হীন রহিমা ও তার ছোট মেয়ে অনুফা। আছে গ্রাম ও জ্যোৎস্না রাতের গল্প, কানা নিবারণের গানের গল্প, দুঃখের গল্প, বন্যা আর কলেরার গল্প। লেখক হুমায়ূন আহমেদ অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে উপন্যাসটি রচনা করেছেন, যা পাঠকদের কাছে বইটি পড়ে শেষ করার পরও রেশ থেকে যাবে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু কামরান চৌধুরী, তৃষা বড়ুয়া, আল মাহিয়ান, নুরুজ্জামান খান, ইব্রাহিম তানভীর, আতিয়া ফাইজা ও তুষার কবিরসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা