অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পয়লা বৈশাখ উপলক্ষে অনলাইনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল হবিগঞ্জ বন্ধুসভা। ১৫ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত প্রতিযোগিতাটি চলে। ১০ জুলাই এটির পুরস্কার বিতরণ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদ এবং একটি করে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়েছে। একই দিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে হবিগঞ্জ বন্ধুসভা।

অনলাইন কুইজ প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন সহসাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ঐশী পাল, প্রশিক্ষণ সম্পাদক মনিরুজ্জামান, বন্ধু অর্পিতা বনশ্রী।

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের সনদ এবং গাছের চারা উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সামিয়া এ রহমান, সাংগঠনিক সম্পাদক মৌমিতা দত্ত, অর্থ সম্পাদক জনি রায়, দপ্তর সম্পাদক অর্নালী পাল, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক শ্রাবন্তী কৈরী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নিলয় চন্দ্র তালুকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোশাহিদ মজুমদার, ম্যাগাজিন সম্পাদক সত্যপ্রসাদ রায়, চন্দন সরকার ও সৌরভ রায়। সার্বিক সহযোগিতায় ছিলেন সভাপতি নবনীতা দত্ত তিথি।

সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ বন্ধুসভা