স্বাধীনতা দিবসে জামালপুর বন্ধুসভার উদ্যোগ

শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

২৬ মার্চ, আমাদের গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বিজয়।

পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে লড়াই শুরু করে বাংলাদেশ। রাষ্ট্র, সমাজসহ সারা দেশের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো এই দিন যথাযথ ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকে।

মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র দয়াময়ীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে জামালপুর বন্ধুসভা। এরপর জেলা পরিষদ আয়োজিত জেলার আবদুল হাকিম স্টেডিয়ামের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক সোমাইয়া সরকার, বন্ধু ফাহিম মোনায়েম, রাসেল মিয়া, মাসুদ হাসান, মুস্তাকিমসহ অন্য বন্ধুরা।

বন্ধু, জামালপুর বন্ধুসভা