নবীন বন্ধুদের বরণ করে নিল চকরিয়া বন্ধুসভা
নবীনেরা হলো একটি সংগঠনের প্রাণ। সংগঠন গতিশীল রাখতে তারাই থাকে সামনের সারিতে। ৩০ মার্চ বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে নবীন বন্ধুদের বরণ করে নিয়েছে চকরিয়া বন্ধুসভা। পরে সবাই মিলে একসঙ্গে ইফতার করেন।
শুরুতেই সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি এস এম হানিফ ও চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া।
নবীন বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে এস এম হানিফ বলেন, ‘চকরিয়া বন্ধুসভা চলতি বছর যত সামাজিক কাজ করেছে, তার মধ্যে আজকের অনুষ্ঠানটি অন্যতম। আজকের এই ইফতার ও বন্ধুবরণে আমাদের অঙ্গীকার, আমরা আগামী দিনে আরও বেশি ভালো কাজের সঙ্গে জড়িত থাকব।’
অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া বলেন, ‘বন্ধুসভার ভালোর সঙ্গে আলোর পথে স্লোগান আমার সবচেয়ে পছন্দের স্লোগান। চকরিয়া বন্ধুসভা, আমাদের চকরিয়া সরকারি কলেজে সবার সহযোগিতায় আগামী দিনে একটা পত্রিকা কর্নার প্রতিষ্ঠা করবে বলে বিশ্বাস করি।’ বন্ধুসভার যেকোনো সামাজিক কাজের জন্য কলেজের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
ইফতার ও বন্ধুবরণে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুর রহিম, নারায়ণ কান্তি দাশ, শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, চকরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সবুজ ধর, পেকুয়া উপজেলা ঠিকাদার সমিতির উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সংগঠক মুমিনুল হক, যুগান্তর পত্রিকার সাংবাদিক শাহ জামাল, সমাজসেবক পলাশ দেবনাথ, চকরিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাকসহ অন্য বন্ধুরা।
সভাপতি, চকরিয়া বন্ধুসভা