কবিতা-গানে মুখর রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনী

প্রথম আলোর রংপুর অফিসে রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনীছবি: বন্ধুসভা

ঈদের দীর্ঘ ছুটির পর ২২ এপ্রিল বিকেলে প্রথম আলোর রংপুর অফিস জমজমাট হয়ে ওঠে। যেন অনেক দিন পর প্রাণ ফিরে পায়। উপলক্ষ রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বন্ধুদের কবিতা-গানে মুখর হয়ে ওঠে আয়োজন।

সেই সঙ্গে আগামী দিনগুলোয় আরও ভালো কিছু করার আলোচনাও উঠে আসে বন্ধুদের বক্তব্যে। গান পরিবেশন করে আসর জমিয়ে তোলেন বন্ধু সাদমান রশিদ, সাইদুর জামান, নাঈম ইসলামসহ আরও অনেকে। কবিতা আবৃত্তি করেন আব্দুল্লাহ আল হাসান ও সৌমিত্র বর্মণ।

গান-কবিতার ফাঁকে সভাপতি আরিফ হাসান বন্ধুসভার পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, প্রতি মাসে অন্তত একটি ভালো কাজ করতে হবে। সেই সঙ্গে নিয়মিত পাঠচক্রের বিষয়টি গুরুত্ব দিতে হবে। লেখালেখির কর্মশালাও করতে হবে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বন্ধুসভাকে আরও ভালো কিছু করতে হবে। সেই সঙ্গে সুস্থ ধারার সাহিত্য–সংস্কৃতি চর্চায় বন্ধুদের এগিয়ে আসতে হবে।

সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা