ফেনীতে গবাদিপশু ও মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসা

দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যার পানি নেমে গেলেও সাধারণ মানুষের দুর্ভোগ এখনো কমেনি। শরীরে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। বাদ যাচ্ছে না গবাদিপশুও। তাই মানুষ ও গবাদিপশুকে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প করছে প্রথম আলো বন্ধুসভা। আজ শুক্রবার ফেনীর সোনাগাজী উপজেলার মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক দল
ছবি: সাইফুল ইসলাম খান

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে অন্তত এক হাজার মানুষ ও এক হাজার গবাদিপশুর জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২০ জনের একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক দল গবাদিপশুর চিকিৎসা দেবে। আর মানুষের চিকিৎসার জন্য থাকছেন শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আজগর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একদল চিকিৎসক।

ফেনীর উদ্দ্যেশে যাত্রা করার ‍পূর্বে বন্ধুসভার বন্ধুরা
ছবি: শাহরিয়ার সীমান্ত

এ ছাড়া হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের একদল নার্স ও টেকনিশিয়ান সেবা নিতে আসা রোগীদের রক্তচাপ, ডায়াবেটিস, মূত্র পরীক্ষাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করবেন।

চিকিৎসা নিতে আসা অসচ্ছল রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে।

এ মেডিকেল ক্যাম্পে ওষুধ সহায়তা দিচ্ছে এসকে+এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও রেজ্যুভা ওয়েলনেস। এতে সার্বিক সহযোগিতা করছে ফেনী, ঝিনাইদহ, টাঙ্গাইল, দিনাজপুর, জামালপুর ও বশেমুরকৃবি বন্ধুসভা।

বিতর্ক ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, জাতীয় পরিচালনা পর্ষদ