পটুয়াখালী বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’

অসচ্ছল পরিবারের মধ্যে বন্ধুদের ঈদ উপহার
ছবি: বন্ধুসভা

ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের মতো এবারও ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বন্ধুসভা। ১৮ এপ্রিল সকালে জেলা শহর ঘুরে ৩০টি অসহায় পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপহার পেয়ে তাসলিমা বেগম (৩৮) বলেন, ‘ঈদে খুব চিন্তায় আছিলাম, মাইয়া, পোলারে ভালোমন্দ কিছু খাওয়াইতে পারমু কি না। আপনাগো সাহায্য পাইয়া অনেক ভালো লাগতাছে, আপনাগো লইগ্যা অনেক দোয়া।’ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সয়াবিন তেল, মসুর ডাল, পিঁয়াজ, আলু, সেমাইয়ের প্যাকেট, চিনি, গুড়া দুধ এবং শরবতের প্যাকেট।

৩০টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি শংকর দাস, বন্ধুসভার সভাপতি প্রতিমা দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক দিপ্র দাস, সহসভাপতি মেহেদী হাসান, অর্থ সম্পাদক মানজুমা মৌরিসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পটুয়াখালী বন্ধুসভা