জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে ইষ্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। ১৯ মার্চ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ার কলমার একটি এতিমখানার শিক্ষার্থীদের নতুন পাঞ্জাবি, পায়জামা, টুপি ও আতর উপহার দেন বন্ধুরা। উপহার পেয়ে ওদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস।
বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টাদের আর্থিক সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ইষ্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো-অর্ডিনেটর এ বি এম এহসান উল্লাহ খানসহ ২০২৫ কমিটির বন্ধুসভার সদস্যরা।
উপহারসামগ্রী বিতরণ শেষে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেন বন্ধুরা।
সভাপতি, ইষ্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা